শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রথমবার ন্যান্সি

বিনোদন রিপোর্ট
  ১৯ জুন ২০২১, ০০:০০

দেশ ও মা-বাবাকে নিয়ে কোনো গান গাইলে কোনো পারিশ্রমিক নেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ন্যান্সি। সেক্ষেত্রে তার একটাই প্রত্যাশা গানের কথা যেন ভালো হয় এবং সুর যেন হয় শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো। মা হারানোর পর গত ১০ আগস্ট ন্যান্সি তার বাবা নাইমুল হককে হারিয়েছেন। এর আগে মা নিয়ে গান গাইলে এবারই প্রথম তিনি বাবাকে নিয়ে কোনো গান গাইলেন। গানের শিরোনাম 'বাবা তোমায় মনে পড়ে'। গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং সুর সংগীত করেছেন কিশোর দাস। গত ১৩ জুন গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয় এবং ১৫ জুন মিউজিক ভিডিওর কাজ শেষ হয়। কেমন হলো গানটি? জবাবে ন্যান্সি বলেন, 'কিশোর একদিন আমাকে গানটি পাঠিয়ে বলল যে, আপা আপনাকে এই গানটি গাইতে হবে, এটি বাবাকে নিয়ে একটি গান। তখন রাত ১০টা পেরিয়ে গেছে। সকালে ঘুম ভেঙে সাহস করে গানটি শুনলাম। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি গান। বাবাকে ঘিরে প্রত্যেক সন্তানেরই স্মৃতিচারণামূলক একটি গান। আশা করছি ভালো লাগবে সবার। অনেকদিন পর সোহেল ভাইয়ের সঙ্গে একটি কাজ হলো।' বাবা দিবসে গানটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এবং যথারীতি বাবাকে নিয়ে গাওয়া এই গানের জন্যও কোনো পারিশ্রমিক নেননি ন্যান্সি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে