পূজামÐপের বিচারক জ্যোতিকা জ্যোতি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
জ্যোতিকা জ্যোতি
দুগার্পূজার এই সময়টায় কলকাতায় রয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ওপার বাংলায় তার অভিনীত ‘রাজল²ী শ্রীকান্ত’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে প্রচারণার জন্য গেলেও সেখানে ভিন্ন অভিজ্ঞতা অজর্ন করছেন। পূজা প্রতিযোগিতায় বিচারক হিসেবে মÐপে মÐপে ঘুরে বেড়াচ্ছেন জ্যোতি। বাছাই করছেন শহরের সেরা পূজামÐপ। মূলত ‘এনজিও’ নামের পরিবেশ বিষয়ক সংগঠন প্রায় এক যুগ ধরে এমন আয়োজন করে আসছে। তাদের হয়ে সেরা পরিবেশবান্ধব মÐপ নিবার্চন করছেন বাংলাদেশের এই অভিনেত্রী। জানা যায়, উত্তর ও দক্ষিণ কলকাতার পুরনো ও নতুন সব মÐপে চলছে জ্যোতির এই বিচারকাযর্। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত জ্যোতিসহ অন্য বিচারকরা এই কাজটি করছেন। জ্যোতি জানান, ?‘এটার আমার জন্য ভীষণ রকমের ভালো লাগার এক অভিজ্ঞতা। এ আয়োজনে সিনেতারকা হিসেবে শুধু আমি আছি। এছাড়াও অধ্যক্ষ, পরিবেশ বিশেষজ্ঞ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কূটনীতিকের মতো পেশার মানুষেরা এতে আছেন। কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানানো হয় এতে।’ এদিকে গত ১২ অক্টোবর বালিগঞ্জ সাংস্কৃতিক কেন্দ্রের মন্দিরে ‘রাজল²ী শ্রীকান্ত’ চলচ্চিত্র টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে সিনেমার বেশ কিছু চিত্র তুলে ধরা হয়েছে। টিজারটির শেষের দিকে গিয়ে দেখা যায় একটি রঙিন পোস্টারের ছবি। এতেই দেখানো হয়েছে সিনেমাটির গুরুত্বপূণর্ সব কলাকুশলীকে। এই ছবিতে শ্রীকান্ত হিসেবে আছেন কলকাতার ঋত্বিক চক্রবতীর্। ছবিটি কলকাতার প্রযোজনায় নিমির্ত। পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্টাচাযর্। জ্যোতি বললেন, ‘এবার পুজোতে দেশের সীমানা পেরিয়ে নতুন মঞ্চে আমার সিনেমা নিয়ে। সীমানার কঁাটাতার পেরিয়ে রাস্তায় আমার সিনেমার বিশাল বিলবোডর্ শোভা পাচ্ছে। টিজার মুক্তির পর তো এখানে বেশ হুল্লোড়ও হলো। খুব ভালো সাড়া পাচ্ছি। সত্যিই ভালো লাগছে। আগামী নভেম্বরে কলকাতায় ‘রাজল²ী শ্রীকান্ত’ ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানান জ্যোতি।