শঙ্কামুক্ত নন মমতাজউদ্দীন আহমদ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মমতাজউদ্দীন আহমদ
দীঘির্দন ধরেই ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার সমস্যায় ভুগছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমদ। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় তাকে। এরপর চিকিৎসকদের পরামশের্ তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানালেন অধ্যাপক মমতাজউদ্দীনের সরাসরি ছাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গোলাম কুদ্দুছ বলেন, ‘স্যার দীঘির্দন থেকে ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার সমস্যায় ভুগছেন। কিছুদিন ধরেই স্যারের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সোমবার বিকাল থেকেই শ্বাস নিতে পারছিলেন না। পরে তাকে অ্যাপোলোতে আনা হলো। চিকিৎসকদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে, তিনি এখনো বিপদমুক্ত নন।’ মমতাজউদ্দীনের দুই ছেলেই থাকেন যুক্তরাষ্ট্রে। বাবার অসুস্থতার খবর শুনে দুজনই রওনা হয়েছেন দেশের পথে।