‘ত্রিংশ শতাব্দী’র শততম মঞ্চায়ন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
‘ত্রিংশ শতাব্দী’ নাটকের দৃশ্য
আগামী ২০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শততম মঞ্চায়ন হতে যাচ্ছে স্বপ্নদলের সফল প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র। বাদল সরকারের রচনা অবলম্বনে নাটকটির নিদের্শনা দিয়েছেন জাহিদ রিপন। শততম মঞ্চায়ন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে স্বপ্নদল। প্রদশের্নর দিন মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নাট্যজন আসাদুজ্জামান নূর। এ ছাড়াও স্বপ্নদলকে আশীবার্দ জানাতে নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে মঞ্চায়ন-পূবর্ অনুষ্ঠানে স্বপ্নদলের আজন্ম শুভাকাক্সক্ষী নাট্যজন মামুনুর রশীদ, নাট্যজন গোলাম কুদ্দুছ, নাট্যজন এসএম মহসীন, নাট্যজন লাকী ইনাম, নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম, নাট্যজন কামাল বায়েজীদ, নাট্যজন আক্তারুজ্জামান, মূকাভিনয়জন রিজোয়ান রাজন প্রমুখ উপস্থিত থাকবেন। ‘ত্রিংশ শতাব্দী’র নিদের্শক জাহিদ রিপন জানান, শততম মঞ্চায়নকে স্মরণীয় করতেই আমাদের এই আয়োজন। তিনি আরও জানান, ত্রিংশ শতাব্দী’ প্রযোজনটি আগামী ৩ এবং ৪ নভেম্বর জাপানের টোকিও মেট্রোপলিটন থিয়েটারের ‘থিয়েটার ওয়েস্ট’ অডিটোরিয়ামে ‘ত্রিংশ শতাব্দী’র ১০১ ও ১০২তম প্রদশর্নী অনুষ্ঠিত হবে। জাপানের মূলধারার প্রধান নাট্যোৎসবে আমন্ত্রণ পেয়েছি আমরা। স্বপ্নদলের ১৩ জন সদস্য নিয়ে আগামী ৩০ অক্টোবর জাপান ভ্রমণে যাত্রা করব আমরা। নাটকটিতে অভিনয় করছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকনর্, সামাদ ভ‚ঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, সোনালী রহমান, অকর্ অপু, নিসগর্ শবনম, অনিন্দ্য অন্তরিক্ষ, সুমাইয়া আক্তার ও জাহিদ রিপন।