হাসান ইমামকে নিয়ে বিশেষ আয়োজন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সৈয়দ হাসান ইমাম
মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পদক, সংস্কৃতিতে অবদানের জন্য একুশে পদক ছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভ‚ষিত হয়েছেন সৈয়দ হাসান ইমাম। তাকে নিয়ে এবার অন্যরকম এক আয়োজন করে ম্যাগাজিন ‘সমধারা’। ম্যাগাজিনটির চলতি সংখ্যার পুরোটাই সৈয়দ হাসান ইমামের জীবনীর ওপর প্রকাশ করা হয়েছে। তার জীবনীর ওপর এই সংখ্যায় তাকে নিয়ে লিখেছেন কামাল লোহানী, সানজিদা খাতুন, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, লায়লা হাসান, এটিএম শামসুজ্জামান, নূরুল ইসলাম নাহিদ, শাহরিয়ার কবির, সৈয়দ হাসান ইমামের মেয়ে সঙ্গীতা, গোলাম কুদ্দুস’সহ আরও অনেকে। প্রকাশিত এই সংখ্যাটি সৈয়দ হাসান ইমামকে উৎসগর্ করে সেদিন বিকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিভিন্ন জনের লেখার ওপর গীতি আলেখ্য ও কবিতা আবৃত্তি করা হয়। ভিন্ন ধরনের এই আয়োজনে মুগ্ধ ছিলেন কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠানের একপযাের্য় সৈয়দ হাসান ইমামের হাতে সম্মাননা তুলে দেয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেয়া হয়। হাসান ইমাম বলেন,‘ আমার পুরো জীবন সম্পকের্ সমধারা আগ্রহ নিয়ে যে সংখ্যাটি প্রকাশ করেছে, এতে আমি বিস্মিতই হয়েছি। অনেক শ্রম দিয়ে গুছিয়ে তারা এই সংখ্যাটি প্রকাশ করেছে। সবচেয়ে বড় কথা আমার পুরো জীবনটাই তুলে ধরা হয়েছে এতে। অনেক না বলা কথাও উঠে এসেছে এতে। আমাকে নিয়ে সেদিনকার আবৃত্তি পরিবেশনা, সঙ্গীত পরিবেশনায় আমি এতটাই মুগ্ধ ছিলাম যে, তার রেশ রয়ে গেছে এখনো। আয়োজকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। জীবনের এই সময় এসেও আমাকে নিয়ে এত চমৎকার আয়োজনে বুকটা গবের্ ভরে গেল। আজ সত্যিই আমি আনন্দিত, গবির্ত।’