শোকে স্তব্ধ সোশ্যাল মিডিয়া

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ছোট-বড় কেউই যেন মেনে নিতে পারছেন না আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়াতেও উঠেছে শোকের ছায়া। শোবিজ অঙ্গনের প্রায় প্রতিটি শিল্পী কলাকুশলীই তার ফেসবুক একাউন্টে দুয়েক লাইন পোস্ট করে শোক প্রকাশ করেছেন। বরেণ্য সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু নাই। এ কথা কিছুতেই মানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, সত্যি মেনে নিতে।’ চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘চলে গেলেন আইয়ুব বাচ্চু ভাই। শ্রদ্ধা।’ এই পোস্টের সঙ্গে আইয়ুব বাচ্চুর বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। নাট্যকার ও নিদের্শক বাকাল বকুল লিখেছেন, ‘চলে গেলে রুপালি গিটার ছেড়ে, রেখে দিলাম অশ্রæ গোপন করে।’ নিমার্তা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু ভাই আর নেই। মনে হলো ভুল কিছু শুনলাম।’ নিমার্তা আনজাম মাসুদ লিখেছেন, ‘যেদিন জেনেছিলেন আমি বাবা-মার একমাত্র সন্তান। আমার কোনো ভাই-বোন নেই, সেদিন বলেছিলেন, আমি আপনার ব্রাদার। সেই থেকে আমার আপনার পারস্পরিক সম্বোধন ছিল ‘ব্রাদার’। আমি তো একা হয়ে গেলাম ব্রাদার।’ সংগীতশিল্পী শমির্লা সিনহা লিখেছেন, ‘জীবনের অনেক আয়োজন এখনও বাকি। এখনই কেন, শিল্পী! একেবারেই চলে যাবেন না, বসে থাকুন দরজার ওপাশে। হায়! ফেরারি মন, ফেরারি জীবন! বিদায়।’ নিমার্তা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ?‘কখনো চলে গেলে টাইমলাইন জুড়ে টের পাওয়া যায়, মানুষটা কতটা বেশি করে ছিল। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়। আরিফ ভাইয়ের মেসেজে ঘুম ভাঙল। তারপর আধ ঘণ্টা চুপচাপ বসে আছি। স্মৃতি আর বতর্মানের ঢেউয়ে হতবিহŸল। দূরদেশের হোটেলে বসে ফেসবুকের টাইমলাইন দেখে দেখে এই কথাগুলোই মনে হলো শুধু। আরো কত কত স্মৃতি অঁাকড়ে ধরছে এবং অঁাকড়ে ধরছে ভয়।’ শুধু সংস্কৃতি অঙ্গনেই নয়, দেশের ক্রীড়া অঙ্গনেও দেখা দিয়েছে শোকের মাতম। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকবাতার্ লিখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুতর্জা। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় একটি গানের লাইন নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরে মাশরাফি লিখেছেন, ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে, এই শহর গাড়ি-বাড়ি কিছুই রবে না।’ ক্রিকেটার রুবেল হোসেনও নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘সত্যি মানতে পারছি না আমি ছোটবেলা থেকেই জেমস ভাই, বাচ্চু ভাইয়ের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান। সেদিনও টিভিতে তার কনসাটর্ দেখছিলাম। আল্লাহ এটা কী হয়ে গেল, আসলে সবাইকে চলে যেতে হবে একদিন এটাই বাস্তবতা তার জন্য সবাই দোয়াা করবেন।’ ফেসবুকে আইয়ুব বাচ্চুর একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘দিনের শুরুতে কী কষ্টের এক সংবাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মা শান্তি পাক।’