ট্রাম্পবিরোধী সমাবেশে অস্কারজয়ী অভিনেত্রী আটক

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ০৩ জুলাই ২০১৮, ১৯:৪১

বিনোদন ডেস্ক
আটক করার সময় সুসান সারান্ডন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক হয়েছেন হলিউড অভিনেত্রী সুসান সারান্ডন। তিনি নিজেই টুইটারে জানিয়েছেন, অভিবাসীদের সমথর্ন ও মাকির্ন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের সিনেট ভবনে জড়ো হওয়া প্রায় ৬০০ নারীকে আটক করা হয়। তাদের মধ্যে আছেন ৭১ বছর বয়সী অস্কারজয়ী এই তারকাও। যদিও ওয়াশিংটন পুলিশের দাবি, গত ২৮ জুন অবৈধভাবে বিক্ষোভ করার অভিযোগে ৫৭৫ জনকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়েও দেয়া হয় তাদের। অভিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের জিরো টলারেন্স নীতির প্রতিবাদ জানিয়ে সমাবেশ করা নারীদের অনেকের হাতে তখন ছিল ফ্যামিলিস বিলং টুগেদার হ্যাশট্যাগ। তারা তখন ¯েøাগান দিচ্ছিলেন, ‘উই কেয়ার’। এর কারণ ফাস্টের্লডি মেলানিয়া ট্রাম্প সম্প্রতি টেক্সাসে অভিবাসী শিশু আটক কেন্দ্র পরিদশের্নর সময় একটি জ্যাকেট পরেন। তাতে লেখা ছিল, ‘আই রিয়েলি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও জনগণের চাপে অভিবাসী পরিবারগুলোকে একসঙ্গে রাখা-সংক্রান্ত নিবার্হী আদেশে গত সপ্তাহে সই করেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমালোচকদের মন্তব্য, গত ৫ মে থেকে ৯ জুন পযর্ন্ত মেক্সিকো সীমান্তে দুই হাজার ৩৪২ শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে। তাদের বিষয়ে ওই আদেশে কোনো সমাধানের কথা উল্লেখ নেই। ১৯৯৯ সালে আরেকবার আটক হয়েছিলেন সুসান সারান্ডন। ওইবার নিউ ইয়কের্ নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণের ওপর পুলিশের গুলি চালানোর প্রতিবাদ করেছিলেন তিনি। ১৯৯৬ সালে ‘ডেড ম্যান ওয়াকিং’ ছবিতে অনবদ্য নৈপুণ্যের সুবাদে অস্কার জেতেন সুসান সারান্ডন। তার বিখ্যাত ছবির তালিকায় আরও রয়েছে ‘থেলমা অ্যান্ড লুইস’ (১৯৯১) ও ‘দ্য উইচেস অব ইস্টউইক’ (১৯৮৭)।