আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে যাননি চলচ্চিত্রের কেউ

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেও সফল ছিলেন আইয়ুব বাচ্চু। চলচ্চিত্রে গাওয়া তার গানগুলো শুধু হিটই হয়নি, হয়েছে সুপার ডুপার হিট। তরুণ প্রজন্মকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত করতে আইয়ুব বাচ্চুর ভূমিকা ছিল অনবদ্য। ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ তার বাংলা ছবির অন্যতম একটি জনপ্রিয় গান। এ গানটি দিয়েই চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক শিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করেন আইয়ুব বাচ্চু। সে সময় গানটি রাস্তাঘাটে, পথেপ্রান্তরে সবখানেই বেজেছে। এই গানে তার সহশিল্পী ছিলেন কনক চঁাপা। ছবিতে এ গানের লিপসিংয়ে ছিলেন প্রয়াত অভিনেতা মান্না ও চিত্রনায়িকা মৌসুমী। এরপরে বাংলা চলচ্চিত্রে ‘আম্মাজান’ গানটিও তুমুল হিট হয়। এই গানটিকে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি ধরা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রে গাওয়া আইয়ুব বাচ্চুর উল্লেখযোগ্য গান হলো- ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’, ‘লাল বাদশা’ ছবির ‘আরও আগে কেন তুমি এলে না’, ‘তেজী’ ছবিতে ‘এই জগৎ সংসারে তুমি এমনই একজন’, ‘স্বামী আর স্ত্রী’, ‘তোমার আমার প্রেম এক জনমের নই’, ‘মেয়েরা মাস্তান’ ছবিতে ‘ঘড়ির কঁাটা থেমে থাক’, ‘চোরাবালি’ ছবিতে ‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বঁাধতে’ শিরোনামের গান। আইয়ুব বাচ্চুর চলচ্চিত্র প্লেব্যাকের ক্যারিয়ার বণার্ঢ্য হলেও চলচ্চিত্রাঙ্গনের কাউকে শহীদ মিনারে পাওয়া গেল না। পাওয়া গেল না চলচ্চিত্রাঙ্গনের কোনো সংগঠনের উপস্থিতি। শুক্রবার সবর্ সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় তার মরদেহ। সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা। ঢাকার ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন, বড় ছোট রাজনৈতিক দল, ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোও শহীদ মিনারে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা নিবেদন করে। এ বিষয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান তিনি শুটিংয়ের কাজে ঢাকার বাইরে আছেন।