বাংলাদেশের সাহিত্যজগতে অনন্য এক নাম হুমায়ূন আহমেদ। বিশেষ করে নাট্যাঙ্গনে উনি ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন। তার নাটক থাকত দর্শকদের আগ্রহের শীর্ষে, সময় বেঁধে সবাই বসে যেতেন টেলিভিশনের সামনে। তার লেখা চরিত্রগুলো দর্শকদের কাছে হয়ে উঠেছিল জীবন্ত। এক সময় তিনি নিজেও যুক্ত হন নির্মাণের সঙ্গে। একক নাটক ও টেলিফিল্মের পাশাপাশি উনার লেখায় বেশ কয়েকটি ধারাবাহিক নাটক নির্মিত হয়, যেগুলো পায় প্রচুর জনপ্রিয়তা। এই খ্যাতিমানের লেখায় নির্মিত অন্যতম সেরা ১০টি ধারাবাহিক নাটক নিয়ে এই আয়োজন। হুমায়ূন আহমেদের লেখায় প্রথম ধারাবাহিক নাটক 'এইসব দিনরাত্রি' (১৯৮৫)। ১৯৮৮ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল 'বহুব্রীহি'। টেলিভিশন নাটকের ইতিহাসে অন্যতম সেরা ধারাবাহিক নাটক 'অয়োময়' ১৯৯১। টেলিভিশন নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক 'কোথাও কেউ নেই' প্রচারিত হয়েছিল ১৯৯৩ সালে। বিটিভির প্রযোজনায় নির্মিত প্রথম প্যাকেজ নাটক 'নক্ষত্রের রাত' (১৯৯৫)। ১৯৯৬ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল 'আজ রবিবার'। ধারাবাহিক নাটকটি নির্মাণ করেন মনির হোসেন জীবন। ১৯৯৭ সালে প্রচারিত হয়েছিল 'সবুজ ছায়া'।
'সবুজ সাথী' প্রচারিত হয়েছিল ১৯৯৮ সালে। ২০০৪ সালে প্রচারিত হয়েছিল 'উড়ে যায় বকপক্ষী' একই বছরে
'জোছনার ফুল'।