‘রাত্রির যাত্রী’র অপেক্ষায় মৌসুমী

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মৌসুমী
অভিনয় জীবনের ২০ বছর পার করে নতুন সিদ্ধান্ত নিয়েছেন চিত্রতারকা মৌসুমী। কেবলমাত্র গল্প আর চরিত্র প্রধান চলচ্চিত্রেই কাজ করে যাচ্ছেন তিনি। তেমনই একটা সিনেমা ‘রাত্রির যাত্রী’। গল্প প্রধান এই সিনেমায় ব্যতিক্রমী এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। চার বছর আগে শুরু হওয়া এই সিনেমাটির জন্য অপেক্ষায় আছেন মৌসুমী। এর আগে বার বার মুক্তির কথা থাকলেও শেষপযর্ন্ত পিছিয়ে যায় সিনেমাটির মুক্তির তারিখ। তবে এবার যেন অপেক্ষার পালা শেষ হচ্ছে মৌসুমীর। আগামী ১৪ ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করলেন ‘রাত্রির যাত্রী’র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার এবং একটি আইটেম গান। ‘রাত্রির যাত্রী’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমার গল্পে দেখা যায়, এক মধ্যরাতে ট্রেন থেকে কমলাপুর স্টেশনে নামলেন মৌসুমী। তাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার কথা সালাহউদ্দিন লাভলুর। কোনো কারণে লাভলুর আসা হয় না। স্টেশনে অপেক্ষা করার পর মৌসুমী রাজধানী ঢাকা শহরের পথে নামেন। ঢাকায় নতুন আসা একটি মেয়ের জন্য রাতের শহর এক বিচিত্র অভিজ্ঞতা। সারা রাত ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্যে ছিনতাইকারীদের হাতে পড়ে ব্যাগ মোবাইল সব হারান তিনি। একটা সময় তার মনে হয়, যে স্বপ্ন নিয়ে তিনি ঢাকা শহরে এসেছিলেন তার সেই স্বপ্ন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। সারাটা রাত রাজধানীর পথে পথে ঘুরে ঘুরে মৌসুমী বনে যান ‘রাত্রির যাত্রী’। সিনেমাটি নিয়ে আশাবাদী কণ্ঠে মৌসুমী বলেন, এখন তো মনের টানে অভিনয় করি। ভালো চরিত্রে অভিনয়ের জন্য মনটা ব্যাকুল থাকে। ‘রাত্রির যাত্রী’ একটি ভালো গল্পের ছবি হিসেবে দশর্কদের সামনে আসবে- এমন নিশ্চয়তা আমি দিতে পারি। আর এই সিনেমাটির জন্য আমি নিজেও মুখিয়ে আছি। পরিচালককে ধন্যবাদ দিতে চাই, আমাকে এরকম মনের মতো একটা চরিত্র দেয়ার জন্য। ‘রাত্রির যাত্রী’র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, অনেকদিন পর সবার প্রিয় মৌসুমীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে, যা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক। ‘রাত্রির যাত্রী’ ছবিটির শুরু থেকেই এর পাশে ছিল সোশ্যাল মিডিয়ার উদ্যমী একদল চলচ্চিত্রপ্রেমী। তারা দেশে বিদেশে বিভিন্নভাবে ছবিটির প্রচারণার কাজটি করে গেছেন। প্রচারণার সঙ্গে যুক্ত করেছেন বিভিন্ন পেশার মানুষদের। সবার কাছেই আমি কৃতজ্ঞ। এ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে আছেন সম্রাট, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, নায়লা নাঈম, আনন জামান, সোনিয়া হোসেন, তানিয়া ইসলাম রিতু, ম আ সালাম, আশরাফ কবির, কালা রেবেকা রউফ, শিমুল খান, জিয়া তালুকদার, কালা আজিজ, চিকন আলী ও প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।