টুইটার ট্রেন্ডিংয়ে শীষের্ আইয়ুব বাচ্চু

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
দেশের রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অসংখ্য পোস্ট দিচ্ছেন সাধারণ মানুষ। তার বিভিন্ন সময়ের স্থিরচিত্রও শেয়ার হচ্ছে। এগুলোর সঙ্গে জুড়ে দেয়া হয়েছে আইয়ুব বাচ্চু হ্যাশট্যাগ। ফলে এশিয়া অঞ্চলে টুইটার ট্রেন্ডিংয়ে শীষের্ আছেন তিনি। ঢাকাস্থ মাকির্ন দূতাবাসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শোকবাতার্য় বলা হয়েছে, ‘কিংবদন্তি বাংলাদেশি পপ শিল্পী আইয়ুব বাচ্চুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন রক সংগীতশিল্পী ও বাংলাদেশের শীষর্স্থানীয় গিটারিস্ট। রক ব্যান্ড এলআরবি তারই হাতে গড়া।’ টুইটার ব্যবহারকারীরা লিখেছেন, ‘বিদায় হে অগ্রপথিক’, ‘কিশোর মনে ভালোবাসা অনুভব করতে শিখেছিলাম তোমার গান শুনতে শুনতে’, ‘কৈশোরটা হডতো অসম্পূণর্ থেকে যেত ওনার গান ছাড়া’, ‘জনপদ এখন ঘুমিয়ে পড়েছে, বাতাসে তোমার স্মৃতি।’