সাক্ষাৎকার

শিল্পসাহিত্য চলে সময়ের নিয়মে

টেলিভিশন নাটকের পরিচিত মুখ জয়রাজ। ভিন্ন ধারার চলচ্চিত্রেও মাঝে মাঝে অভিনয় করতে দেখা যায় তাকে। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সরকারি অনুদানে নিমির্ত চলচ্চিত্র ‘সনাতন গল্প’। অভিনয় ও বতর্মান সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
জয়রাজ
সনাতন গল্পের মনি হালদার... সরকারি অনুদানে নিমির্ত ‘সনাতন গল্প’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাসুম আজিজ। দাদন প্রথার উপর নিমির্ত এ চলচ্চিত্রে নিমার্তা জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এতে আমি ‘মনি হালদার’ চরিত্রে অভিনয় করেছি। ২০-২২ বছর আগে শুরু করা এ চলচ্চিত্রের কাজটি নানা জটিলতার কারণে আটকে যায়। গত বছর আবার নতুন করে কাজ শুরু করেন পরিচালক। পুরনো হলেও কাজটি আমার জন্য নতুনই ছিল। কাজটি করে ভালো লেগেছে। চলচ্চিত্রটি দশর্কদেরও ভালো লাগবে। প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে তেমন সাড়া না পড়লেও চলচ্চিত্রটি বিভিন্ন জাতীয় ও আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়াবে বলে আমার বিশ্বাস। চলচ্চিত্রে রাতদিন... বতর্মানে দুটি চলচ্চিত্রে কাজ করছি। একটি সাইফ চন্দনের ‘আব্বাস’ অন্যটির নাম এই মুহ‚তের্ মনে নেই। এটি পরিচালনা করছেন জুবায়ের। মুক্তির অপেক্ষায় আছে ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’। চলচ্চিত্রে কাজের আরও প্রস্তাব আসছে চ‚ড়ান্ত না হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না। ‘বিক্ষোভ’ এর মধ্য দিয়ে আমার চলচ্চিত্রে কাজ শুরু। তবে অভিনেত্রী কবরি পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রে আমার অভিনয় সবার নজরে আসে। নাটকে ব্যস্ততা... এটিএন বাংলায় ‘দূরত্ব’, ‘সোনাবান’ ও ‘সুখের ভিতরে অসুখ’সহ বিভিন্ন চ্যানেলে আমার অভিনীত পঁাচ-ছয়টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এ ছাড়া খÐনাটকেও কাজ করছি নিয়মিত। সম্প্রতি শামীম জামানের একটি ওয়েব সিরিজে কাজ করলাম। বিভিন্ন নিমার্তার আরও কয়েকটি নতুন নাটকে শিগগিরই শুটিং শুরু করব। টিভি নাটকের চলমান পরিবেশ... শিল্পসাহিত্য সময়ের নিয়মে চলে। সময় যেভাবে চায় সেভাবেই সৃষ্টি হয়। সেই সময়ের দাবি অনুযায়ী আমার মনে হয় এসময়ের টেলিভিশন নাটকগুলো খারাপ হচ্ছে না। অনেক ভালো ভালো নাটক তৈরি হচ্ছে। তবে ভালো পাÐুলিপির যথেষ্ট অভাব আছে। অনেক ভালো অভিনয়শিল্পী ও নিমার্তা আছেন। নতুনরাও অনেকে ভালো করছেন। ভালো চিত্রনাট্য হলে আরও ভালো নাটক তৈরি হবে।