সা ক্ষা ৎ কা র

ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত

মঞ্চ দিয়ে অভিনয়ে আসেন তরুণ অভিনেতা শ্যামল মাওলা। তারপর টেলিভিশন, এরপর মেধার আলোকচ্ছটা ছড়ান চলচ্চিত্রেও। 'গেরিলা', 'ইতি তোমারই ঢাকা' এবং 'স্ফুলিঙ্গ'র মতো আলোচিত চলচ্চিত্রে কাজ করে সাড়া ফেলেন। সাম্প্রতিক সময়ের আলোচিত ওয়েব সিরিজ 'মহানগর'-এ কাজ করেও প্রশংসা পেয়েছেন। সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ঈদের ছুটিতে... ঢাকাতেই ঈদ করেছি। মোটামুটি ভালোভাবেই সময়টা কেটেছে। বৈশ্বিক পরিস্থিতিতে সচেতনতার মধ্যেই ছিলাম। তাই বাইরে যাওয়া হয়নি। প্রচুর আড্ডা দিয়েছি। ঘরবন্দি থাকলেও ঈদের অনুষ্ঠানও দেখা হয়নি। এমনকি এবারের ঈদে নিজের অভিনীত ৬-৭টি নাটকের একটিও দেখিনি। ঈদের নাটক নিয়ে সমালোচনা... ক্যামেরা অন থেকে শুরু করে দর্শক পর্যন্ত আসতে একটি নাটকের পেছনে পুরো ইউনিটের অনেক কাঠখড় পোহাতে হয়। নানাবিধ সমস্যাও থাকে। এর মধ্যে ১০ দিনের শুটিং এক -দুইদিনে করতে হয়। এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। পর্যাপ্ত সময় নিয়ে শুটিং করলেও কিন্তু ছোটখাটো ভুল বেরিয়ে আসবে। অস্কারপ্রাপ্ত সিনেমাতেও কিন্তু ভুল থাকে। আমরা অভিনয়শিল্পীরা সর্বোচ্চ চেষ্টা করি দর্শকদের নির্ভুল ভালো কিছু দেওয়ার জন্য। তারপরও হয়তো ভুল হয়। আসলে ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা হতে পারে। বেশি কিছু করা ঠিক নয়। সবার মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতায় আরও গুরুত্ব দেওয়া দরকার। বিষয়টা অঙ্ক কষার মতো... প্রভাব তো ফেলেই। আসলে বিষয়টা অঙ্ক কষার মতো। অঙ্ক মেলাতে গিয়ে যেমন অনেক সময় হিসেবে মেলে না, ভুল হয়ে যায়। পরে বোঝা যায় এই জায়গায় ভুল হয়েছে। সমালোচনা ও ভুল স্বীকার করার কারণে সাময়িকের জন্য অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ারে কোনো প্রভাব পড়তে পারে। পরবর্তী সময়ে জন্য সচেতনতা তৈরি হলো। শিক্ষা হলো। ভুল থেকেই তো শিক্ষা হয়। গতানুগতিক নাটকে শিক্ষণীয়... শুধু গতানুগতিক নয়, এখনো অনেক ভালো ভালো নাটক হচ্ছে। এখনকার নাটকেও শিক্ষণীয় বিষয় থাকে। দর্শক নাটক দেখে যেমন আনন্দ পান তেমনই কিছু মেসেজও পান। শুধু যে একগুয়েমি নাটক হচ্ছে তা নয়। শুটিংয়ের অপেক্ষায়... হাতে নাটক-ওয়েব সিরিজের কিছু কাজ রয়েছে। লকডাউনের কারণে সেগুলো করা সম্ভব নয়। অপেক্ষায় আছি কবে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হবে আবার শুটিংয়ে ফিরতে পারব। নাটক, চলচ্চিত্র, ওয়েব পস্নাটফর্ম... অভিনেতা হিসেবে প্রতিটি ক্ষেত্রই আমার কাছে গুরুত্ব। তিনটা তিন রকমের জানালা। অভিজ্ঞতাও ভিন্ন। তবে কমন হচ্ছে অভিনয়। একেকটা একেক ক্যানভাসের হলেও তিনটিই অভিনয়ের জায়গা। যখন যে মাধ্যমে কাজ করি তখন সেটাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে অভিনয় করাটাই মুখ্য বিষয়।