১১ বছরে মাছরাঙা টেলিভিশন

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
পথচলার ১০ বছর পেরিয়ে আজ ১১ বছরে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। 'রাঙাতে এলো মাছরাঙা'- স্স্নোগানটি নিয়ে ২০১১ সালের এ দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেলটি। যাত্রালগ্ন থেকে চ্যানেলটি অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যায়। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে নানামাত্রিক আয়োজন দর্শকদের মন জয় করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রম্নপের এ চ্যানেলটি। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল কার্যালয়ে বিশেষ কোনো আয়োজন থাকছে না। টিভি পর্দায় বিশেষ আয়োজনের মধ্যে থাকছে চয়নিকা চৌধুরী পরিচালিত 'বিশ্বসুন্দরী' চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। ৩০ ও ৩১ জুলাই পরপর দু'দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে দেখা যাবে ছবিটি। নিয়মিত অনুষ্ঠান 'রাঙা সকাল'-এর বিশেষ পর্ব থাকছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৭টায়। এছাড়া থাকছে অন্যান্য অনুষ্ঠান।