বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিনেত্রী রীনা রহমান করোনা আক্রান্ত

বিনোদন রিপোর্ট
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিনিয়র অভিনেত্রী রীনা রহমান। তিনি বসুন্ধরা রিভারভিউর আদ্‌-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেন তার পুত্রবধূ রারজানা সুলতানা। নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তিনি লিখেছেন- 'প্রখ্যাত নাট্যাভিনেত্রী এবং আমার শ্রদ্ধাভাজন শাশুড়ি রীনা রহমান করোনায় আক্রান্ত। তিনি দেশের অন্যতম একজন অভিনয়শিল্পী। একাধারে তিনি অসংখ্য চলচ্চিত্র, টিভি নাটক, টেলিফিল্ম এবং খন্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।'

রীনা রহমান অভিনয় জগতে পা রেখেছিলেন মঞ্চ নাটকের মাধ্যমে। ১৯৭২ সালে তিনি প্রথম 'এ বাড়ি ও বাড়ি' মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেন। দেশের প্রায় সব জেলাতেই মঞ্চায়িত হয়েছে তার নাটক। এমনকি তিনি মাতিয়েছেন বিদেশের মঞ্চও। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক একক নাটক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে। বর্তমানে দীপ্ত চ্যানেলে প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'মান-অভিমান'। রীনা রহমান যেন শিগগিরই সুস্থ হয়ে টেলিভিশনের পর্দায় আবার ফিরতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে