বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীরবতা ভাঙলেন শিল্পা

বিনোদন ডেস্ক
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০
শিল্পা শেঠি

অবৈধভাবে পর্নোগ্রাফি ছবি বানিয়ে এবং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। আদালত দুবার তার জামিনের আবেদন না-মঞ্জুর ঘোষণা করেছে। এই অবস্থায় সেবি রাজ, শিল্পা এবং ভিয়ান ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা জরিমানা করেছে। একটা বিতর্ক এবং হাজার সমস্যায় জর্জরিত অবস্থায় প্রথমবার 'অফিসিয়ালি' নীরবতা ভাঙলেন শিল্পা। ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্টের মাধ্যমে রাজ এবং তার সম্পর্কে বানোয়াট খবর রটানোর বিরুদ্ধে মুখ খুললেন তিনি। জানালেন, আইন আইনের মতো চলবে। এই মুহূর্তে তাদের দুই সন্তান ভিয়ান এবং সামিশার কথা ভেবে বিভিন্ন গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। শিল্পা একটি বিবৃতি প্রকাশ করে লিখেছেন, 'হঁ্যা! গত কয়েকদিন ধরে সমস্যায় রয়েছি। সব দিক থেকে সমস্যা আমাদের ঘিরে রেখেছে। আশপাশে অনেক গুজব আর অভিযোগ ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম এবং কয়েকজন কাছের মানুষ অকারণে দোষারোপ করছে। প্রশ্ন উঠছে, ট্রোলিং হচ্ছে। শুধু আমাকে নয়, আমার গোটা পরিবারকেও হেনস্থা করা হচ্ছে। তবে বর্তমানে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কারণ বিষয়টি তদন্তসাপেক্ষ। তাই দয়া করে আমার মুখে নিজের কথা বসিয়ে দেবেন না।'

এর পরই নিজের দায়িত্ব সম্পর্কে আবারও সতর্ক করলেন সকলকে। শিল্পা লিখেছেন, 'নেভার কমপেস্নন, নেভার এক্সপেস্নন... এ তত্ত্বে আমি এখনও বিশ্বাসী। তাই আবারও স্মরণ করাচ্ছি, মামলা চলছে, তদন্ত হচ্ছে। আমার দেশের আইন ব্যবস্থা এবং মুম্বাই পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। পরিবারের তরফে আমরাও আইনি সহযোগিতা নিয়েছি। অভিনেত্রী নয়, একজন মা হিসেবে একটাই অনুরোধ করব, তদন্ত শেষ না হওয়া অবধি আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। আমার সন্তানদের স্বার্থে অনুরোধ করছি সবাইকে। অর্ধেক সত্য কথা শুনে, যাচাই না করেই অনেকে অনেক কিছু বলছেন। এবার সেটা বন্ধ করুন।'

শেষে নিজের জীবন সংগ্রামের কথা স্মরণ করিয়ে শিল্পা লিখেছেন, 'বিগত ২৯ বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে বেঁচে আছি। এই পর্যন্ত একজন ভারতীয় নাগরিক হিসেবে দেশের সমস্ত আইন-কানুন মেনে চলেছি। আমাকে যারা বিশ্বাস করেছেন, তাদের অমর্যাদা করিনি। সবচেয়ে বড় কথা এই মুহূর্তে আমার পরিবারের অধিকার এবং আমার অধিকার রক্ষা করার চেষ্টা করছি। তাই আমাদের উপর অযথা মিডিয়া ট্রায়াল চালাবেন না। আইনকে আইনের পথেই চলতে দিন। সত্যমেব জয়তে!'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে