শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উচ্ছ্বসিত তানভীন সুইটি

বিনোদন রিপোর্ট
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০
তানভীন সুইটি

জাতীয় শোক দিবস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে অসংখ্য নাটক ও নানা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পিছিয়ে নেই বাংলাদেশ বেতারও। সম্প্রতি বাংলাদেশ বেতারে শোক দিবসের বিশেষ নাটক 'আছো তুমি অন্তরে'-এর রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। মোস্তফা মোহাম্মদ আব্দুর রবের রচনা ও মনোজ সেনগুপ্তের পরিচালনায় নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের আলোচিত অভিনেত্রী তানভীন সুইটি। ১ আগস্ট নাটকটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই সময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী তরু মোস্তফা, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের আরও অনেকে। শোক দিবসের প্রথম দিনে রেকর্ডিং সম্পন্ন হওয়া 'আছো তুমি অন্তরে' নাটকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত তানভীন সুইটি। তিনি বলেন, অনেকদিন পর বাংলাদেশ বেতারের নাটকে অংশগ্রহণ করলাম। তাও আবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রয়াণ দিবসের কোনো নাটকে। নাটকটির গল্প অনেক সুন্দর। আমার চরিত্রটিও অসাধারণ মনে হয়েছে আমার কাছে। সবমিলিয়ে বেশ ভালো লাগছে।'

এদিকে গত ঈদে এনটিভিতে প্রচারিত হয়েছে সুইটি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'সাথী'। এটি নির্মাণ করেছিলেন ময়ূখ বারী। এতে নাম ভূমিকায় অভিনয় করে সুইটি বেশ প্রশংসিত হয়েছিলেন। গেল ঈদে সুইটি চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'বড় ভাবী' শিরোনামে একটি নাটকেও অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন খায়রুল বাসার। এছাড়া এরই মধ্যে তিনি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় 'গুলশান এভিনিউ টু' ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন। এটি শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে