বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৮ বছর পর রুমানার 'একটু কাছে আসো না'

বিনোদন রিপোর্ট
  ০৪ আগস্ট ২০২১, ০০:০০

কণ্ঠশিল্পী রুমানা ইসলামের খুব প্রিয় একটি গান 'একটু কাছে আসো না'। এই গানটি তিনি গেয়েছিলেন আজ থেকে প্রায় আট বছর আগে। গানটি লিখেছিলেন উপল এবং সুর সংগীত করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। সেই গানটিই অবশেষে আট বছর পর হলেও রুমানা ইসলাম তার ভক্ত-শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন। নিজের অনেক প্রিয় সেই গান অবশেষে প্রকাশ হওয়া নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন রুমানা ইসলাম। রুমানা ইসলাম বলেন, 'প্রায় আট বছর আগে একটু কাছে আসো না গানটির কাজ করা হয়। গানটি করার পর এক সময় ফুয়াদ দেশের বাইরে চলে যায়। আমিও গানটি হারিয়ে ফেলি। গানটির কথা ও সুর এত চমৎকার ছিল যে, গানটির প্রতি আমার অন্যরকম ভালো লাগা ছিল। পরবর্তীতে আবারও নতুন করে গানটির সংগীতায়োজন করলাম। কিছুদিনের মধ্যে গানটির মিউজিক ভিডিও সম্পন্ন করে গানটি একটি প্রতিষ্ঠিত কোম্পানি থেকে ইউটিউবে প্রকাশ করার ইচ্ছে রাখছি। সত্যি বলতে কী, অনেক মন খারাপের মধ্যে মন ভালো করার একটি প্রয়াস হচ্ছে একটু কাছে আসো না গানটি প্রকাশ করার। দ্রম্নতই গানটি প্রকাশের ইচ্ছে আছে।' নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। রুমানা ইসলাম জানান, গানটির কথা হচ্ছে 'ছোট্ট এই বুকে ছোট্ট ভালোবাসা, কখন যে দিলাম তোমায়, তা তো জানি না, তুমি নেবে কী না আমার এই ছোট্ট ভালোবাসা, আমি আছি নিয়ে বুকে বড় দুরাশা'- এমন কথার এই গানটি নিয়েই রুমানা ইসলামের আপাতত যত ভাবনা। এদিকে রুমানা ইসলামের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে 'একটা মন'। এই গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর সংগীত করেছেন গায়ক ও সংগীত পরিচালক মুহিন খান। প্রয়াত ফরিদ আহমেদের সুরে আগুনের লেখায় 'ভয় পেও না ভয় পেও না যদি হয় করোনা' গানটিও গেয়েছিলেন করোনায় আক্রান্তদের সচেতন করার জন্য। করোনা নিয়ে আরও একটি গান গেয়েছিলেন রুমানা ইসলাম। গানটির শিরোনাম ছিল 'প্রকৃতির অভিমান'। গানটি লিখেছিলেন অধরা জাহান এবং সুর সংগীত করেছিলেন ফরিদ আহমেদ। গেল নারী দিবসে 'শোনো পৃথিবী শোনো' গানটিও গেয়েছিলেন তিনি। এই গানটি লেখা অধরা জাহানের এবং সুর করেছিলেন আলম আরা মিনু, সংগীতায়োজন করেছিলেন মানাম আহমেদ। রুমানা ইসলামের গানে হাতেখড়ি ওস্তাদ পিসি গোমেজের কাছে। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি অনীল কুমার সাহার কাছেও গানে তালিম নিচ্ছেন। প্রয়াত নায়ক জাফর ইকবাল অভিনীত 'আপন পর' সিনেমায় রুমানা প্রথম অভিনয় করেন। 'দিন যায় কথা থাকে' সিনেমায় তিনি প্রথম 'মায়ের মতো আপন কেহ নাই' ও 'মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না' গানে কণ্ঠ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে