ফিরোজ এম হাসানকে সংবধর্না দিল ছায়ালোক

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
‘ছবি কথা বলে, লেখা মিথ্যা হতে পারে, কিন্তু ছবি কখনও মিথ্যা হয় না। মুক্তিযুদ্ধের সময় মানবিক হৃদয়বিদারক স্থিরচিত্রগুলো বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল’Ñ কথাগুলো বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি প্রজেকশন আয়োজিত প্রবীণ সিনে স্থির চিত্রগ্রাহক ফিরোজ এক হাসানের ৮২তম জন্মদিন উপলক্ষে সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তথ্যমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ছায়ালোক। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ হাসান ইমাম, কোহিনূর আখতার সুচন্দা, এ এক এম জাহাঙ্গীর খান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি আবদুর রহমান, নতুনধরা এসেস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদি-উজ-জামান, বাংলাদেশ সিনে স্থির চিত্রগ্রাহক সমিতির সভাপতি জিডি পিন্টু এবং ছায়ালোক সম্পাদক আবদল্লাহ জেয়াদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রযোজক খোরশেদ আলম খসরু।