হাজীর বিরিয়ানিকে নিষিদ্ধের দাবি

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
গত সপ্তাহে ইউটিউবে প্রকাশ পায় মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ সিনেমার ‘হাজীর বিরিয়ানি’ শিরোনামের গানটি। প্রকাশের পর থেকেই নানান অভিযোগ ওঠে দশর্কমহলে। দশের্কর তীব্র সমালোচনায় তোপের মুখে পড়েছে গানটির গায়ক, সংগীত পরিচালক, গীতিকার, পরিচালক ও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। অডিও অঙ্গনেও গানটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গানটি শোনার পরপরই গীতিকবি, গায়ক, সংগীত পরিচালকসহ চলচ্চিত্র পরিচালকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, গানটিকে ‘অসামাজিক’ উল্লেখ করে এটাকে নিষিদ্ধ করার দাবি তুললেন বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াাজ বুলবুল। গানটি নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা... যা হবে তা দেখা যাবে সকালে।’ এমন একটি বিকৃত রুচির গান বাংলাদেশের সিনেমার পদার্য় চিত্রায়িত হয়েছে জেনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ সেন্সর বোডর্ এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকষর্ণ করছি। সবর্ত্র এই অশ্লীল গানের প্রতিবাদ চাই।’’ এরপর আরেক স্ট্যাটাসে গানটির বিষয়ে এ শিল্পী লেখেন, ‘‘কোন দেয়ালে ‘হিসু’ করবি মাতালের বাচ্চা! এই দেশের সব দেয়ালেই ৩০ লক্ষ শহীদের পবিত্র রক্ত লেগে আছে। যে সমস্ত সেন্সর বোডের্র মেম্বাররা (হিসু) গান এর ছাড়পত্র দেবে তাদের ছবি একে একে ফেসবুকে তুলে ধরা হবে। (হিসু) গানে (বাবা) শব্দটি পজেটিভলি ব্যবহার করা হয়েছে এবং এই বাবা শব্দের মানে হচ্ছে (ইয়াবা) ...। ইয়াবা একটি মরণ নেশা, বতর্মান সরকার এই মরণ নেশার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এই অসামাজিক গান বাংলাদেশে নিষিদ্ধ হোক।’’