ফেসবুকে হয়রানির শিকার ববিতা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ববিতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে ভীষণ চটে আছেন সিনিয়র চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। গতকাল সকালে কানাডা থেকে মুঠোফোনে ফেসবুকে তার আইডি নিয়ে ভীষণ উদ্বেগ প্রকাশ করেন। ভুয়া ফেসবুক আইডির জন্য হয়রানির শিকার এবং প্রতিনিয়ত বিব্রত হচ্ছেন উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান তিনি। ববিতা জানান, ইলিয়াস কাঞ্চন, সামিনা চৌধুরী, চঞ্চল চৌধুরী, আহমেদ রুবেল, সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, সামিরা আব্বাসী, ফেরদৌস ওয়াহিদ, ফারজানা চুমকী, রেসী, জনার মতো অনেক তারকা তার নামে খোলা দুটি ভুয়া আইডির সাথে বন্ধু হয়ে আছেন। বিষয়টি অস্বস্তিকর। ববিতা বলেন, ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমি আমার মতো করেই জীবনযাপন করতে পছন্দ করি। আমার চলাফেরা, আমার চিন্তাভাবনা, আমার ভালো লাগা-মন্দ লাগা ফেসবুকে প্রকাশ করতে হবে, বিষয়টি এমন নয়। তাছাড়া আমি ফেসবুকে অভ্যস্তও নই। যতটুকু প্রয়োজন ততটুকুর জন্যই নিজেকে সময়ের চাহিদায় গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু আমার নামে দুটো ভুয়া ফেসবুক আইডি প্রকাশ করে যারা প্রতিনিয়ত আমার হয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিচ্ছেন, উসকানিমূলক কথা লিখছেন তা মোটেও কাম্য নয়। আমি একজন শিল্পী। রাজনীতিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি রাজনীতি করি না। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছেও বিশেষভাবে অনুরোধ করব বিষয়টির দিকে দৃষ্টি দেয়ার জন্য। একজন শিল্পীকে অযথা হয়রানির মধ্যে ফেলা কারোরই উচিত নয়।’ মুঠোফোনে ববিতা বলেন, ‘বতর্মানে আমি কানাডায় এসেছি ছেলের সঙ্গে কিছু সময় কাটাতে। ফিরব আগামী মাসেই। আমি এখানে ছেলের সঙ্গে অনেকটা নিরিবিলি সময় কাটাতে এসেছি। কিন্তু ফেসবুক নিয়ে নানান অপপ্রচার আমাকে স্বস্তি দিচ্ছে না।’ বতর্মানে তিনি চলচ্চিত্রে অভিনয় থেকে অনেকটা দূরে সরে আছেন। সবের্শষ তিনি নারগিস আক্তারের নিদের্শনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি। তবে গল্প এবং ভালো চরিত্র পেলে তিনি অভিনয় করবেন বলেও জানান।