সাক্ষাৎকার

অভিনয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি

টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী শারমিন জোহা শশী। এনটিভিতে প্রচারিত হচ্ছে শশী অভিনীত ভাচুর্য়াল ফ্যান্টাসি-নিভর্র নতুন ধারাবাহিক ‘মায়া মসনদ’। নাটক ও সমসাময়িক নানা বিষয়ে কথা হয় তার সঙ্গেÑ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
শারমিন জোহা শশী
মায়া মসনদ ... এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে আমার অভিনীত রূপকথার গল্প নিয়ে ভাচুর্য়াল ফ্যান্টাসি-নিভর্র নতুন ধারাবাহিক ‘মায়া মসনদ’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। অরিন্দম গুহর গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। পবর্ পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় আছেন মাকসুদুল ইমু। অভিনীত চরিত্র ... এ ধারাবাহিকে আমি রাজপরিবারের মেজো রাজপুত্রের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। খুবই গুরুত্বপূণর্ চরিত্র এটি। আমার চরিত্রে রাজকীয় আমেজ ফুটিয়ে তুলতে অভিনয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। সাজ-পোশাক তো আছেই, সেই সঙ্গে কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই যেন একজন রানীর মতো মনে হয় সেই চেষ্টা ছিল। সব মিলিয়ে এই নাটকে আমাকে খুবই আত্মবিশ্বাসী মনে হবে। অন্যান্য ব্যস্ততা ... ‘মায়া মসনদ’ ছাড়া বতর্মানে এটিএন বাংলায় আমার অভিনীত ‘সোনাবান’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে। সম্প্রতি আরো দুটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছি। ‘জ্ঞানিগঞ্জের পÐিতেরা’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের দুটি নাটকই পরিচালনা করেছেন শাহীন সরকার। আরটিভি ও এটিএন বাংলায় অচিরেই নাটক দুটি প্রচার হবে। চরিত্র বাছাই ... নাটকে বরাবরই গুরুত্বপূণর্ চরিত্রে অভিনয় করে আসছি। চরিত্রের প্রয়োজনে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। গল্প ও চরিত্রের ক্ষেত্রে আমি সবসময়ই বাছবিচার করে কাজ করি। নিজেকে প্রদশর্ন করাটাই বড় বিষয় না। মানের বিষয়টিই আমার কাছে গুরুত্বপূণর্। নাটকের চলমান অবস্থা ... অনেক ভালো কাজের মধ্যে সামান্য কিছু তো মন্দ থাকতেই পারে। নবীন নিমার্তা ও অভিনয়শিল্পীরা অনেক ভালো করছেন। তবে বাজেট স্বল্পতাসহ বেশ কিছু সমস্যাও আছে। এসব সমাধানে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। তাহলে এই সঙ্কট আরও বাড়বে।