সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
থেমে নেই অমিত হাসান বিনোদন রিপোটর্ দেশীয় চলচ্চিত্রের নাজুক অবস্থার জন্য সমসাময়িক অনেক নায়কই চলচ্চিত্র থেকে সরে গেছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন ছোটপদার্য়। কিন্তু থেমে নেই অমিত হাসান। বরং চলমান সময়ের ব্যস্ততম নায়কদের চেয়েও বেশি ব্যস্ত এখন তিনি। সম্প্রতি একসঙ্গে নতুন পঁাচটি চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। নতুন পঁাচটি চলচ্চিত্র হচ্ছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’, শামীম আহমেদ রনির ‘শাহেনশাহ’, উত্তম আকাশের ‘বয়ফ্রেÐ’, আবুল কালাম আজাদের ‘ও মাই ডালির্ং’ ও টুকুর ‘জনতার নায়ক’। প্রতিটি চলচ্চিত্রেই অমিত হাসানকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে বলে জানান তিনি। প্রতিটি চলচ্চিত্রের কাজ এরই মধ্যে শুরুও করেছেন অমিত হাসান। বিশেষ করে বিএফডিসিতে বিশাল সেট ফেলে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ চলচ্চিত্রের শুটিংয়ে যেদিন অমিত হাসান অংশ নেন তখন সেই শুটিং সেট দেখতেই অনেকেই বিএফডিসিতে উপস্থিত হয়েছিলেন। অনেক মানুষের সমাগম সেদিন অমিত হাসানকে অনেক অনুপ্রাণিতও করেছিল বলে জানান তিনি। ‘একটু প্রেম দরকার’-এর একজন নেতার চরিত্রে অভিনয় করছেন তিনি যা চলচ্চিত্রটির জন্য খুব গুরুত্বপূণর্ একটি চরিত্র। অমিত জানান, একটু প্রেম দরকার চলচ্চিত্রের মতোই অন্যান্য চলচ্চিত্রেও তার চরিত্র ঠিক তেমনি গুরুত্বপূণর্। অমিত হাসান আবারও পুরোদস্তুর ব্যস্ত হয়ে উঠেছেন। অমিত হাসান বলেন, ‘আমার পেশাই অভিনয়। সারাজীবন ক্যামেরার সামনে দঁাড়িয়েই অভিনয় করে যেতে চাই। অভিনয় করে বিগত তিন দশক ধরে দশের্কর যে ভালোবাসা পাচ্ছি আমি তাতে ধন্য আমি। দশের্কর ভালোবাসার মাঝেই আমি আজীবন বেঁচে থাকতে চাই। আর আগামীদিনের পথচলায় চলচ্চিত্র পরিবারের সহযোগিতা চাই, চাই সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতা। একজন শিল্পী সবার সহযোগিতাতেই নিজেকে পরিপূণর্ করে তুলতে পারেন। আমিও ঠিক তাই চাই।’ নতুন বিজ্ঞাপনে তানহা তাসনিয়া বিনোদন রিপোটর্ নতুন আরও একটি বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। রংধনু গুঁড়া মসলার নতুন এ বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। এটি নিমার্ণ করছেন শহীদ রায়হান। তানহা বলেন, ‘বিজ্ঞাপন সবসময় আমার খুব পছন্দের জায়গা। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে দ্রæত দশর্কদের কাছাকাছি পেঁৗছানো যায়। বেশ কিছু বিজ্ঞাপনের অফারও পেয়েছি। তারমধ্যে যেগুলোর প্রোডাক্ট ও কনসেপ্ট ভালো সেগুলোতেই কাজ করছি। মানের ক্ষেত্রে আপস করছি না।’ ২০১৪ সালে প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন তানহা। এরপর এখন পযর্ন্ত ৮-৯টি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। সবের্শষ গেল কোরবানি ঈদে ঈগলু আইসক্রিমের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন তানহা তাসনিয়া। ২০১৬ সালে রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তানহা তাসনিয়ার। দ্বিতীয় চলচ্চিত্র ‘ধূমকেতু’র পর চলতি বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছে তার ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র ‘ভালো থেকো’। জাকির হোসেন রাজু পরিচালিত এ চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আরেফিন শুভ। নভেম্বরেই প্রেক্ষাগৃহে ‘মিস্টার বাংলাদেশ’ বিনোদন রিপোটর্ নভেম্বরে মুক্তি পাচ্ছে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী গল্প নিয়ে নিমির্ত ‘মিস্টার বাংলাদেশ’। আবু আক্তারুল ইমান পরিচালিত এ চলচ্চিত্রটি ১৮ অক্টোবর সেন্সর বোডের্র ছাড়পত্র পেয়েছে। ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রের প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান। এর মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি নভেম্বর মাসে মুক্তি দিতে পারব। তবে নিদির্ষ্ট তারিখ জানাব সপ্তাহখানেক পর।’ দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রের গল্প তৈরি করা হয়েছে। এর কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নিমির্ত চলচ্চিত্রের মধ্য দিয়েই প্রথমবার চলচ্চিত্রের পদার্য় আসছেন টিভি অভিনেত্রী শানারেই দেবী শানু। আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ।