ঊমির্লার সিদ্ধান্ত

প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ঊমির্লা শ্রাবন্তী কর
চলতি সময়ের টিভি নাটকের দশর্কপ্রিয় অভিনেত্রী ঊমির্লা শ্রাবন্তী কর। বছরের বেশির ভাগ সময় ধারাবাহিক নাটকে তাকে ব্যস্ত দেখা যায়। তবে এবার এটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী। প্রচার চলতি ধারাবাহিকের বাইরে নতুন ধারাবাহিক হাতে নিচ্ছেন না বলে জানান তিনি। ঊমির্লা বলেন, এই সময়ে ধারাবাহিকগুলোতে কাজ করে তৃপ্তি পাওয়া যায় না। কোনোটির স্ক্রিপ্ট দুবর্ল, কোনোটির নিমার্ণশৈলীতে বৈচিত্র্য থাকে না। আবার কোনোটির পবের্র প্রয়োজেনে শুধু চরিত্র লম্বা করা হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকে অভিনয় কমিয়ে দেব। গল্প-চরিত্র ও নিমার্তা সব কিছু মনের মতো হলেই কাজ করব। তিনি আরও বলেন, একটা সময় ধারাবাহিকের প্রতি দশের্কর অনেক বেশি আগ্রহ ছিল। ক্রমান্বয়ে টিভি চ্যানেলগুলো ধারাবাহিক নাটকের দশর্ক হারাচ্ছে। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ঊমির্লা অভিনীত একাধিক ধারাবাহিক। উল্লেখ্য, ধারাবাহিকগুলো হলো ইমতিয়াজ নেয়ামুলের ‘কাগজের ফুল’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’ এবং সৈয়দ শাকিলের ‘প্রেম নগর’ ও ‘সোনার শিকল’। ঈদে এই অভিনেত্রীর প্রায় ১৫টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এর মধ্যে আশুতোষ সুজনের ‘মালার পৃথিবী’, তফু খানের ‘আজ শুক্রবার’, আরবি প্রিতমের ‘সেকেন্ড লাইফ’ও জাহিদ হাসানের ‘নাভার্স ব্রেকডাউন’সহ বেশ কিছু নাটকের জন্য সাড়া পেয়েছেন এই অভিনেত্রী।