ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন ফারুকী

প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আগামীকাল বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের মৃত্যুবাষির্কী। ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে এই দিনে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ দিয়ে আসছে। বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার প্রবতর্ন করেন। চলচ্চিত্র নিমার্তা হিসেবে এ বছর এ পুরস্কার পাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শফিউজ্জামান খান লোদী। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রতি বছরই এক অনাম্বড়র অনুষ্ঠানে মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়। এ বছর অনিবাযর্ কারণবশত ২৬ অক্টোবর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না। পরবতীের্ত ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ তারিখ ঘোষণার মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানটির আয়োজন করবে। ফজলুল হক জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ২৬ মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে। ১৯৯০ সালের ২৬ অক্টোবর ফজলুল হক মৃত্যুবরণ করেন।