অন্যের গল্পে নাটক বানাবেন আরিয়ান

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
এবার নিজের জন্য একটা নাটক বানাবেন ‘বড় ছেলে’খ্যাত নাট্যকার-নিমার্তা মিজানুর রহমান আরিয়ান। এর মধ্যে ব্যতিক্রম রয়েছে আরও। নাটকটি তিনি নিজেও লিখছেন না। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে হাত পেতেছেন দশর্কদের কাছে! গত ছয় বছরের ক্যারিয়ারে আরিয়ান নিমার্ণ করেছেন ৪৫টি নাটক। যার সব কয়টিই তৈরি হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল অথবা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য। ঠিক এই পযাের্য় এসে তিনি ভাবলেন, এবার ব্যক্তিগত শখের জায়গা থেকে একটা নাটক বানানো দরকার। আরিয়ানের ভাষ্যে, ‘সপ্তাহখানেক আগে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি ১ লাখ সাবসক্রাইবার অতিক্রম করেছে। এটা আমার জন্য আনন্দের খবর। কারণ, এখানে আমার নাটকের কিছু ট্রেলার, গান ছাড়া বিশেষ কিছুই নেই। তবুও লাখো মানুষের এমন ভালোবাসা পেয়েছি। এতে আমি মুগ্ধ। তাই ভাবছি, নিজের ইউটিউব চ্যানেলের এই নিবেদিতপ্রাণ মানুষগুলোর জন্য কিছু একটা করা উচিত। যেটা হবে উপহারের মতোই। সেই ভাবনা থেকেই একটি নাটক বানানোর পরিকল্পনা করছি।’ আরিয়ান আরও বলেন, ‘আমার নিমির্ত প্রায় ৯৮ ভাগ নাটকের গল্প-চিত্রনাট্য নিজেই লিখেছি। তবে এবার চাই সাধারণ দশর্কদের গল্প থেকে নাটকটি বানাতে। এর মাধ্যমে যদি একজন চিত্রনাট্যকারও বেরিয়ে আসেন- সেটা কম অজর্ন কোথায়? আর আমি ভাবছি, এখন থেকে সারা বছর বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের জন্যও নাটক নিমার্ণ করব। তবে সেটি একটির বেশি নয়।’ আরিয়ান জানান, বিশেষ এই নাটকটির জন্য ৩০ অক্টোবরের মধ্যে যে কেউ তার জীবনে ঘটে যাওয়া অথবা নিজের লেখা ভালোবাসার গল্প লিখে পাঠাতে পারবেন এই ঠিকানায়- ধৎুধহভরষসং০৮@মসধরষ.পড়স। গল্প পছন্দ হলেই দ্রæত সময়ের মধ্যে সেটি হয়ে যাবে বিশেষ একটি নাটক এবং সরাসরি উন্মুক্ত হবে মিজানুর রহমান আরিয়ানের একমাত্র ইউটিউব চ্যানেলে।