সাক্ষাৎকার

ভালো কাজের অপেক্ষায় আছি

টেলিভিশন নাটকের পরিচিত মুখ আরমান পারভেজ মুরাদ। ভিন্নধমীর্ চলচ্চিত্রেও তার দেখা মেলে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ে ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গেÑ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আরমান পারভেজ মুরাদ
এ সময়ে ব্যস্ততা ... খুব বেশি নাটকে অভিনয় করছি না। কেমন যেন আমাদের মতন শিল্পীদের সুযোগ হচ্ছে না। তারপরেও খÐ ও ধারাবাহিক নাটকে কাজ করছি। বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘সত্য বল সুপথে চল’ নাটকে কাজ করছি। দীপ্ত টিভির জন্য নতুন একটি ধারাবাহিকের কাজ শিগগিরই শুরু করব। এর পাশাপাশি লেখালেখি করছি। চলচ্চিত্র ... নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছি অনেক আগে থেকেই। ২০০৬ সালে কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাই। এখন কোনো চলচ্চিত্রে কাজ করছি না। ভালো কাজের অপেক্ষায় আছি। তবে আমার অভিনীত কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলোÑ এম রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’, সারোয়ারের ‘রংঢং’, ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’ ও রুহুল আমিনের ‘দেওয়ান হাসন রাজা’। প্রায় কাছাকাছি সময়েই ছবিগুলো মুক্তি পাবে শুনেছি। বেতারে সময় ... আমি দীঘর্ সময় বেতারে অনুষ্ঠান উপস্থাপনা করেছি। অন্য কাজের ব্যস্ততায় এখন উপস্থাপনায় সময় দেয়া হচ্ছে না। তবে বেতারের নাটকগুলোয় নিয়মিত অভিনয় করে যাচ্ছি। শরৎচন্দ্রের ‘গৃহদাহ’ নিয়ে একটি নাটক প্রচার হচ্ছে বেতারে। এতে আমি নিয়মিত অভিনয় করছি। এটি পরিচালনা করছেন ফাল্গুনী হামিদ। নাটক-সিনেমার চলমান অবস্থা ... আমাদের শিল্প-সংস্কৃতির জায়গাটা খুব ভালো যাচ্ছে না। এ থেকে উত্তরণ খুবই দরকার। বাণিজ্যিকীকরণের জন্যই এ অবস্থা হয়েছে। ফলে শিল্প-সংস্কৃতি মানুষের জীবন থেকে অনেকটাই বাইরে চলে গেছে। বেশির ভাগ সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। টেলিভিশন নাটকে জীবনঘনিষ্ঠ গল্পের চেয়ে হাসির নাটক বেশি প্রচার হচ্ছে। বাংলা ভাষার উচ্চারণের অবস্থাও খুবই খারাপ। এর মধ্যেও কেউ কেউ ভালো কিছু করার চেষ্টা করছে। আবৃত্তি ... ছোটবেলা থেকেই আবৃত্তি করতাম। তাই আবৃত্তির প্রতি ভালোবাসা রয়ে গেছে। আবৃত্তি নিয়ে নতুন কিছু কবিতার কাজ শুরু করেছি। এর মধ্যে প্রেমের কবিতাও আছে। রেকডির্ংয়ের কাজ শেষ হলে শিগগিরই এগুলো প্রকাশের উদ্যোগ নেব। সবের্শষ ‘আমার মাতৃভূমি’ শিরোনামে আমার একক আবৃত্তির অ্যালবাম প্রকাশ হয়েছে। ক্যারিয়ারের এ সময়ে ... ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কমর্কাÐের সঙ্গে যুক্ত ছিলাম। অন্যরা উৎসাহ দিতেন। এরপর ঢাকায় এসে যুক্ত হলাম সাংস্কৃতিক কমর্কাÐের সঙ্গে। এরপর থেকে এখনও কাজ করে যাচ্ছি। এখন পযর্ন্ত মনে হয় আমার মিডিয়ায় ক্যারিয়ারই দঁাড়ায়নি। তবে নাটক কিংবা টেলিফিল্মে এ পযর্ন্ত অনেক ভালো চরিত্রে অভিনয় করেছি। নিমার্তাদের ধন্যবাদ জানাই, কারণ তারা আমাকে দিয়ে অনেক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করিয়েছেন। তবে আমার মনে হয় আমার অভিনয় জীবনের সেরা চরিত্র এখনও করিনি। এখনও মনে হয় আরও অনেক কিছু করার বাকি আছে।