উচ্ছ¡সিত অধরা খান

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
অধরা খান
এমন ঘটনা কমই ঘটে ঢাকার চলচ্চিত্রে। কোনো নায়িকার অভিষেকের ক্ষেত্রে প্রথম ছবির ফলাফলের ওপর ভিত্তি করে দ্বিতীয় ছবি মুক্তির তারিখ নিধার্রণ করা হয়। কিন্তু অনেক বছর পর এ পরিবেশের ব্যতিক্রম দেখা গেল। পরপর দুই সপ্তাহে দুই ছবি মুক্তি পেল ঢালিউডের নবাগত নায়িকা অধরা খানের। গত ১৯ অক্টোবর মুক্তি পায় ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত অধরা অভিনীত ‘নায়ক’, আর গতকাল শুক্রবার মুক্তি পেল শাহিন সুমন পরিচালিত তার আরেক ছবি ‘মাতাল’। প্রথম ছবিতে বাপ্পীর নায়িকা ছিলেন অধরা, আর দ্বিতীয়টি অধরার নায়ক সাইমন সাদিক। দুটি ছবিতেই অধরার সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন দশর্ক। এদিকে দশের্কর ভালোবাসা আর পরপর দুই সপ্তাহে দুই ছবির মুক্তিতে আনন্দে ভাসছেন অধরা। উচ্ছ¡সিত কণ্ঠে অধরা বলেন, ‘এটা সত্যিই আমার জন্য অনেক বড় বিষয়। নতুন নায়িকা হিসেবে আমি দশর্ক, নিমার্তা ও সহশিল্পীর ভালোবাসা পেয়েছি। এটা অনেক বড় পাওয়া। আরেকটি ব্যাপার হলো, দুটি ছবিই ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম ছবিতেই এ রকম ৮০টি প্রেক্ষাগৃহ পাওয়াটাও অন্যরকম এক আনন্দের ব্যাপার।’ তবে আনন্দের পাশাপাশি অনেক টেনশনও হচ্ছে জানিয়ে অধরা বলেন, ‘একসঙ্গে আমার অভিনীত দুটি ছবি মুক্তি পাওয়া যেমন আনন্দের, তেমনি তো টেনশনেরও। একটি ছবির মাধ্যমে অভিষেক হলে হয়তো এই টেনশনটা হতো না। কারণ, এখন আমি চাইছি দুটি ছবিই ভালো চলুক, দশর্ক সিনেমা হলে গিয়ে আমার দুটি ছবিই দেখুক। যদিও শুরু থেকেই দশের্কর ভালো সাড়া পাচ্ছি। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সিনেমা হলে গিয়ে দশর্কদের সঙ্গে ছবি দেখছি। দশর্কদের মুখে আমার অভিনয়ের প্রশংসা শুনে মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে।’ অধরা খান জানান, মাতাল ছবিতে তিনি অভিনয় করেছেন একজন ফিল্ম স্টারের চরিত্রে। আর নায়ক ছবিতে তার চরিত্র হলো একজন সহজ-সরল সুন্দরী তরুণীর। দুটি ছবিতেই তার মেধার সবোর্চ্চ ঢেলে দিয়ে অভিনয় করেছেন বলেও জানালেন তিনি।