চীনে রানীর অন্যরকম সাফল্য

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
রানী মুখাজির্
উত্তেজিত বলিউড অভিনেত্রী রানী মুখাজির্। ভারতে মুক্তির পর গত ১২ অক্টোবর চীনে মুক্তি পায় রানী অভিনীত ‘হিচকি’ ছবিটি। মুক্তি পাওয়ার পরপরই ধুন্ধুমার ব্যবসা করছে ছবিটি। এরইমধ্যে ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। ছবিতে তার চরিত্রের নাম নয়না মাথুর। যশরাজ ফিল্মসের ব্যানারে নিমির্ত ছবিটি চীনে ‘টিচার উইথ হিকাপ’ নামে মুক্তি দেয়া হয়। ‘হিচকি’ হলিউডের ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’-এর (২০০৮) আদলে তৈরি করা হয়েছে। ব্র্যাড কোহেনের ‘ফ্রন্ট অব দ্য ক্লাস : হাউ ট্যুরেট সিনড্রোম ম্যাড মি দ্য টিচার আই নেভার হেড’-এর ওপর ভিত্তি করে নিমির্ত। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন রানী মুখাজির্। রানী শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ট্যুরেট সিনড্রোমে ভুগছেন। ছবিতে শিক্ষক রানী মুখাজির্ আথির্কভাবে পিছিয়ে থাকা শিক্ষাথীের্দর জীবনধারণ পরিবতের্ন ভূমিকা রাখেন। চীনের দশর্ক রানীর ব্যতিক্রমধমীর্ অভিনয় পছন্দ করেছেন এবং মুক্তির পর থেকেই এ ছবি রেকডর্ পরিমাণ আয় করছে। ‘ভালো সিনেমার ভাষার সীমানা নেই এবং এ ছবি দশের্কর অন্তরাত্মা ও মনের সঙ্গে যুক্ত হয়েছে। চীনে হিচকির সাফল্য প্রমাণ করে এটাই’Ñ বলেন রানী মুখাজির্। তিনি আরও বলেন, ‘জানতাম, একটি বিশেষ সিনেমা তৈরি করেছি আমরা। কিন্তু বিশ্বজুড়ে দশের্কর এত ভালোবাসা ও জয়জয়কার দেখে খুব গবর্ হচ্ছে এবং এটা আমাদের জন্য অসাধারণ মুহূতর্। আমার প্রযোজক মনীষ শমার্ ও পরিচালক সিদ্ধাথর্ পি মালহোত্রাকে অভিনন্দন জানাই, যারা এ ছবির মাধ্যমে চীনের দশর্ককে ভালোবাসার আন্তজাির্তক বাতার্ পেঁৗছে দিয়েছে।’ ছবিটির গল্পে দেখা যায়, নয়না মাথুর ছোটবেলা থেকে স্নায়ুরোগ ট্যুরেট সিনড্রোমের শিকার। এ কারণে তার বারবার হিচকি আসত, কথা আটকে যেত। কোনো উত্তেজনা এলেই নয়নার মুখ দিয়ে অদ্ভুত ‘একটা শব্দ বের হতো। কারণে তাকে সবসময় বিদ্রƒপের শিকার হতে হতো। কয়েকটি বিদ্যালয় থেকেও তাকে বিতাড়িত হতে হয়। এ সময় তার জীবনে আসেন শিক্ষক মিস্টার খান। তিনি নয়নাকে বলেন তার এই দুবর্লতাকে শক্তি বানাতে। নয়নার লক্ষ্য ছিল তিনিও শিক্ষক হবেন। কিন্তু এখানেও তার বাধা হয়ে দঁাড়িয়েছিল এই হিচকি। অবশেষে তিনি তার স্বপ্নের দুনিয়ায় পা রাখেন। চীনের বড় বড় শহর, যেমন বেইজিং, সাংহাই, শেনঝেন, গোয়াংজু ও চেংডুতে এ ছবির জোর প্রচারণা চালান রানী। ভারতে সাফল্যের পর বিভিন্ন আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবেও ‘হিচকি’ প্রদশির্ত হয়। সাংহাই আন্তজাির্তক চলচ্চিত্র উৎসব ও মেলবোনের্ আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন রানী মুখাজির্।