ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
‘হাজার বত্রিশ’ নাটকের দৃশ্য
আগামী ১৪ নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মানসুর আলম নিঝর্র এবং শৌযর্ দীপ্ত সূযর্। নাটকের গল্পে দেখা যাবে- হোল্ডিং নম্বর ১০৩২ এর দোতলা বাড়ির মালিক জাফর সাহেব। সারা জীবনের সঞ্চিত পুঁজি দিয়ে তিল তিল করে তৈরি করেছেন বাড়িটি। একসময় জাফর সাহেব এবং তার স্ত্রী রেখা অবসরে নিজেদের একটি বাড়ি তৈরির স্বপ্ন বুনতেন। শেষ জীবনে তারা দুজন যতœ করে নিজেদের মতো বাড়িটি গুছিয়ে রাখবেন। কিন্তু বেদনার বিষয়, জাফর সাহেবের স্বপ্ন পূরণের আগেই ইহলোক ত্যাগ করেন তার স্ত্রী। জাফর সাহেবের স্ত্রী বিয়োগের পঁাচ বছর পূণর্ হয়েছে। ১০৩২ নম্বর বাড়িটির দোতলায় এখন ছেলেমেয়েদের নিয়ে বসবাস করেন তিনি। আর নীচতলা ভাড়া দেয়া। কিন্তু নীচতলায় একমাসের বেশি কোনো ভাড়াটে থাকেন না। সব সুযোগ-সুবিধা থাকার পরও ভাড়াটে থাকতে চান না। আর এ জন্য ১০৩২ নম্বর বাড়িটি এলাকায় বেশ পরিচিত। ধারাবাহিক এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, আফরান নিশো, রুনা খান, অপণার্ ঘোষ, শ্যামল মাওলা, নাজিরা মৌ, সাব্বির আহমেদ, সেলিম আহমেদ, নুসরাত জাহান নিপা, নিকুল কুমারসহ অনেকে।