ভারত মাতালেন নূরজাহান আলীম

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
নূরজাহান আলীম
বাবার গাওয়া গান গেয়ে ভারত মাতালেন বাংলাদেশের মরমী কণ্ঠশিল্পী ও পল্লী সম্রাট আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম। গতকাল শনিবার ভারতের কলকাতায় অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’য় সংগীত পরিবেশন করেছেন নূরজাহান আলীম। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসানের নিমন্ত্রণে নূরজাহান আলীম সেখানে সংগীত পরিবেশনে গিয়েছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানপবের্ নূরজাহান আলীম তারই বাবার গাওয়া ‘প্রেমের মরা জলে ডুবে না’, ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’, ‘হলুদিয়া পাখি সোনারই বরণ’, ‘দোল দোল দোলনী’, ‘বহুদিনের পীরিতগো বন্ধু’সহ শ্রোতা দশের্কর অনুরোধে আরও কিছু গান গেয়ে শুনান উপস্থিত সবাইকে। কলকাতার পাকর্ সাকার্স রোডে অনুষ্ঠিত ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’য় গাইতে পেরে ভীষণ উচ্ছ¡সিত কণ্ঠে নূরজাহান আলীম বলেন, ‘আমাকে যারা নিমন্ত্রণ করেছেন এই উন্নয়ন মেলায় গান গাওয়ার জন্য, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে এই মেলায় আমার বাবার গাওয়া গানগুলো সবাইকে শুনানোর সুযোগ পেয়েও ভীষণ ভালো লেগেছে। গানে গানে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি বারবার। সত্যি বলতে কী, দেশের বাইরে দেশের গান গাওয়ার তৃপ্তি অন্যরকম। একজন শিল্পী হিসেবে এই ধরনের অনুষ্ঠানে গান গাওয়ার মধ্যে ভীষণ গবের্বাধও হয়।’