সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
‘মিটু’ নিয়ে মোদির দ্বারস্থ বলিউড নিমার্তারা বিনোদন ডেস্ক বলিউডে যেন আরও জোরে বইতে শুরু করেছে ‘মিটু’ ঝড়। একের পর এক অভিযোগ উঠছে যৌন হেনস্তার। সত্য-মিথ্যার ধূম্রজালও বিস্তার লাভ করছে। মান-সম্মান টিকিয়ে রাখা নিয়েও অস্বস্তিতে পড়েছেন অনেকে। ঠিক এই সময়ে বলিউডের সাত জন প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদির সঙ্গে দেখা করেছেন ইন্ডাস্ট্রির দুরবস্থা নিয়ে আলোচনার জন্য। প্রাথমিকভাবে তাদের প্রেক্ষাগৃহের চলমান সংকট নিয়ে কথা বললেও বৈঠকে জোরালো হয়ে ওঠে মিটু প্রসঙ্গ। ‘মিটু’ নিয়ে চলমান আন্দোলনের সময়ও গত বৃহস্পতিবার রাতে চিত্রক‚ট স্টুডিওয় ‘হাউসফুল ৪’-এর সেটে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক জুনিয়র আটির্স্ট। তার দাবি, তাকে ধাক্কা দেয়া হয়েছে। পরে গোপনাঙ্গে হাত দেয়া হয়েছে। ঘটনার সময়ে সেটে উপস্থিত ছিলেন অভিনেতা অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ। পরে অক্ষয়ই তাকে পুলিশে অভিযোগ জানানোর পরামশর্ দেন। ইতোমধ্যে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগে এই ছবি থেকে বাদ পড়েছেন নানা পাটেকর এবং পরিচালক সাজিদ খান। মুক্তি পাচ্ছে ‘আই অ্যাম রাজ’ বিনোদন রিপোটর্ এত নায়কের ভিড়েও দেশীয় চলচ্চিত্রে দীঘির্দন ধরেই বিরাজ করছে নায়ক সংকট। বিশেষ করে চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর চলচ্চিত্রে উল্লেখযোগ্য কোনো ‘অ্যাকশন হিরো’ চোখে পড়েনি। দীঘির্দনের সেই সংকট কাটাতে ঢালিউডে এবার অ্যাকশন হিরো হিসেবে আবিভার্ব ঘটতে যাচ্ছে নবাগত নায়ক রাজ ইব্রাহীমের। আগামী মাসেই (নভেম্বরে) মুক্তি পাচ্ছে রাজ অভিনীত পুরিপূণর্ অ্যাকশন ধারার ছবি ‘আই অ্যাম রাজ’। ছবিটি পরিচালনা করছেন এম আজাদ এবং প্রযোজনা করছে চৌধুরী এন্টারটেইনমেন্ট। এখানে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ। বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা (লাক্সকন্যা) সাবরিনা মামিয়া। চলচ্চিত্রে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা পেতে দীঘির্দন ধরেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চট্টগ্রামের সন্তান রাজ। এরইমধ্যে ভারতের কলকাতার স্মরণীকা একাডেমি থেকে টানা ৮ মাস ফাইট এবং নাচের প্রশিক্ষণ নিয়ে এসেছেন তিনি। রাজ বলেন, দেশ এবং দেশের বাইরে অ্যাকশন ধারার বাংলা ছবি প্রতিষ্ঠা করার জন্যই আমার চলচ্চিত্রে আসা। আমার বিশ্বাস আমার ছবিটি দেখে দশর্করা অনেকদিন পর বাংলা সিনেমার পরিপূণর্ বিনোদন পাবে। পাশাপাশি নিমার্তারাও নতুন করে সামাজিক অ্যাকশন ধারার ছবি নিমাের্ণ আগ্রহী হবে। ‘আই অ্যাম রাজ’ সিনেমায় আরও কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সাদেক বাচ্চু, অমির সিরাজী, গুলশান আরা পপি ও ইলিয়াস কোবরা। ছবিটির সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত, শরীফ আহমেদ এবং রাজীব। তথ্যচিত্রে ছবি বিনোদন রিপোটর্ আত্মনিভর্রশীল একটি তথ্যচিত্রে অভিনয় করলেন টিভি অভিনেত্রী ফারজানা ছবি। এতে পোলট্রি ফামর্ ব্যবসায়ী হিসেবে তাকে দেখা যাবে। নিজের পোলট্রি ফামের্র ডিম নিজেই বিক্রি করেন। কারো ওপর নিভর্রশীল নন তিনি। তথ্য মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে এই তথ্যচিত্রটি নিমির্ত হয়েছে। এত ছবি অভিনয় করেছেন শরীফা চরিত্রে। সম্প্রতি এটির শুটিং শেষ হয়েছে বলে জানান তিনি। এটি নিমার্ণ করেছেন জাফর আহমেদ। ছবি বলেন, এটিতে আমাকে কয়েকটি চরিত্রে দেখা যাবে। বতর্মান সরকার নারীর উন্নয়নে যেসব উদ্যোগ নিয়েছে এই তথ্যচিত্রে দশর্ক সেটি দেখতে পাবে। ছবি ছাড়াও এটিতে আরও একটি গুরুত্বপূণর্ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল জাকারিয়া।