তনুশ্রী বললেন

আমি সমকামী নই

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
থামছে না বলিউড অভিনেত্রী রাখি সায়ন্ত এবং তনুশ্রী দত্ত বিতকর্। উল্টো প্রতিনিয়ত চলছে অভিযোগ এবং পাল্টা অভিযোগের ঘটনা। জলঘোলাও কম হচ্ছে না। সম্প্রতি রাখি সাওয়ন্তের তোলা ‘ধষের্ণর’ অভিযোগ অস্বীকার করে সরকারিভাবে বিবৃতি দিয়েছেন তনুশ্রী। সেখানে তনুশ্রী দাবি করেছেন, তিনি না মাদকাসক্ত, না লেসবিয়ান। কিন্তু এর মধ্যেই নতুন যুদ্ধে নামতে হয়েছে তাকে। ১০ বছর আগের ‘হনর্ ওকে প্লিজ’ ছবির সেটে শ্লীলতাহানির অভিযোগ তুলে সপ্তাহ দুয়েক আগে নানা পাটেকর, রাকেশ সারঙ, সামি সিদ্দিকি ও গণেশ আচাযর্র বিরুদ্ধে থানায় এফআইআর করেছিলেন, এবার রাখির বিরুদ্ধেও থানায় এফআইআর করলেন তনুশ্রী। ওই ছবির সেটে বিপত্তির পর তনুশ্রীর জায়গায় রাখিকে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাখি দাবি করেন, তনুশ্রী সমকামী এবং মাদকাসক্ত হয়ে তাকে ধষর্ণ করেছেন। এসবের আগেই অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন তনুশ্রী। নতুন বিবৃতিতে তনুশ্রী বলেছেন, ‘নোংরা প্রচার কখনও ন্যায্য বা যথাযথ হয় না। তাই স্পষ্টভাবে জানাতে বলছি : আমি কোনো মাদকাসক্ত নই, আমি ধূমপান করি না বা মদ্যপান করি না এবং আমি অবশ্যই সমকামী নই। আসলে, আমি এই পুরুষতন্ত্র এবং নারীবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজন মহিলা হিসাবে খুব বেশি কিছু করছি। অতএব বিকৃতমনস্করা চরিত্রহনন করে আমাকে চুপ করানোর চেষ্টা করছে! এটা ঠিকভাবে কাজ করছে না। এমন একটি গুরুতর আন্দোলনের মস্করা তৈরি করবেন না, যা আমাদের সমাজে মানসিকতার ইতিবাচক পরিবতর্ন আনতে পারে।’