সেলিমের সিনেমায় ফের পরীমনি

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
এখন পর্যন্ত কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা না পেলেও নানা কারণে চলচ্চিত্র ও দর্শকমহলে শুরু থেকেই আলোচনা ধরে রেখেছেন চিত্রনায়িকা পরীমনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিত্যনতুন ছবি পোস্ট করে বছরজুড়েই বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি মাদক মামলায় কারাভোগের পর জামিন পেয়ে আবার সবখানে সরব হতে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে ফেসবুকে সিগারেট খাওয়ার ছবি প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সেই সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আপন ভুবনেও ফিরেছেন পরীমনি। লম্বা বিরতির পর ফের নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। 'গুনিন' নামে এ ওয়েব ফিল্মে শুরুতে নুসরাত ফারিয়ার অভিনয় করার কথা থাকলেও তার পরিবর্তে পরীমনি অভিনয় করছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরীমনির সঙ্গে চুক্তিও সেরেছেন বলে জানালেন সেলিম। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য এ ওয়েব ফিল্মে রাবেয়া নামে একটি চরিত্রে দেখা যাবে পরীমনিকে। এই চরিত্রে অভিনেত্রী নুসরাত ফারিয়া আগে চুক্তিবদ্ধ হলেও শিডিউল জটিলতার কারণে সিনেমাটি তিনি করতে পারছেন না। এর আগে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'স্বপ্নজাল' সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছিলেন পরীমনি। এরপর 'প্রীতি' নামে একটি ওয়েব সিরিজেও পরীমনিকে নিয়ে কাজ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। পরীমনি জানান, 'আবারও প্রিয় পরিচালকের সঙ্গে কাজ করা, ভালো লাগছে। গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন বসেছি আমরা। পুরো গল্পটি আমি পড়েছি। অবশেষে চুক্তিবদ্ধ হলাম।' 'গুনিন'-এ পরীমনি ছাড়া আরও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ। 'গুনিন' নির্মাণ করা হচ্ছে ওয়েব পস্ন্যাটফর্মের জন্য। গিয়াস উদ্দিন সেলিম জানান, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে তৈরি হবে এ সিনেমার শুটিং সেট। ১০ অক্টোবর থেকে শুরু হবে দৃশ্যধারণ। এরপর ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে। ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে 'গুনিন'-এর কাহিনি। সেখানে জিনভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।