বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছোটপর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

এটিএন বাংলায় সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'সাদাসিধে ছোটভাই'। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরি আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, অর্ষা, মৌসুমি হামিদ প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'প্রিয়জন'। মামুন অর রশিদের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশারফ করিম, আ খ ম হাসান, সালহা খানম নাদিয়া, শামীম জামান, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ।

সপ্তাহের প্রতি শুক্রবার থেকে সোমবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'অব দ্য রেকর্ড'। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, এফএস নাঈম, নিলয়, শবনম ফারিয়া, নাদিয়া নদী, রওনক হাসান।

এনটিভিতে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮.২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'মেহমান'। আহসান আলমগীরের রচনায় নাটকটি পারিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন, জাকিয়া বারী মম, সাজু খাদেম, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম প্রমুখ।

একুশে টেলিভিশনে সপ্তাহের প্রতি রোববার প্রচারিত হচ্ছে অনুরোধের গানের অনুষ্ঠান 'ছায়াছন্দ'। অনুষ্ঠানে দর্শকের অনুরোধে দেশ-বিদেশের বিভিন্ন ছায়াছবির গান প্রচার করা হয়। সোহেল রানা সবুজের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী জিনাত শানু স্বাগতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে