এবার চ্যালেঞ্জিং চরিত্রে অষার্

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
নাজিয়া হক অষার্
এবার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যাবে লাক্সকন্যা অষাের্ক। সফল নিমার্তা সকাল আহমেদ অষাের্ক নিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে একটি ধারাবাহিক নাটক নিমার্ণ করেছেন। বৃন্দাবন দাসের রচনায় সকাল আহমেদ নিমার্ণ করেছেন ধারাবাহিক নাটক ‘ভদ্রপাড়া’। এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অষার্। এরই মধ্যে অষার্ এই ধারাবাহিকের ২৬ পবের্র শুটিংয়ে অংশ নিয়েছেন। এই ২৬ পবের্ তার সাবলীল অভিনয় ইউনিটের সবাইকে মুগ্ধ করেছে বলে জানালেন তিনি। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গ অষার্ বলেন, ‘সকাল আহমেদ আমার খুবই পছন্দের একজন নাট্যনিমার্তা। তার নিদের্শনায় ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে কাজ করা যায়। সবচেয়ে বড় কথা, গল্পের কোথাও দ্বিধা-দ্ব›দ্ব মনে হলে সঙ্গে সঙ্গে সকাল ভাইয়ের সঙ্গে পরামশর্ করে সংশোধন করা যায়। তাছাড়া একজন নিমার্তা হিসেবে তিনি শিল্পীদের প্রতি ভীষণ আস্থা রাখেন বলেই শিল্পীরাও বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেন। ‘ভদ্রপাড়া’ ধারাবাহিকের গল্প গ্রামের দুই চোরকে কেন্দ্র করে। বৃন্দাবন দাদার লেখা গল্প সবসময়ই অসাধারণ। সবমিলিয়ে ভদ্রপাড়া আশা করছি দশের্কর কাছে উপভোগ একটি নাটক হবে।’ অষার্ প্রসঙ্গে নিমার্তা সকাল আহমেদ বলেন, ‘অষার্ দারুণ একজন অভিনেত্রী। চরিত্র বুঝে অভিনয় করার চেষ্টা করেন তিনি। আমাদের দেশের অনেক জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, সুবণার্ মুস্তাফা, শমী কায়সার বিপাশা হায়াতদের অভিনয় নিয়ে যেমন এখন প্রায়শই বলতে শোনা যায যে, তারা কতো অভিজ্ঞ অভিনেত্রী, তেমনি আমার বিশ্বাস আজ থেকে ১৫-২০ বছর পর অষার্র অভিনয় নিয়েও এমন কথা বলবেন সবাই।’ ভদ্রপাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আরফান, জয়রাজসহ আরও অনেকে। নাটকটি ‘অন ফোকাস’র ব্যানারে প্রযোজনা করেছেন কাজী রিয়াজ হোসেন নয়ন।