বিমান বাহিনীর সুবর্ণজয়ন্তীতে পারফর্ম করবেন নাদিয়া

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বিনোদন রিপোর্ট
আজ সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম বর্ষপূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের বিশেষ অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যায় নিজের দলকে সঙ্গে নিয়ে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া জানান তারই পরিকল্পনা ও কোরিওগ্রাফি এবং পরিচালনায় তিনি তার নৃত্য বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান 'নৃত্য কথা'র শিল্পীরা তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন। মঞ্চে উঠেই প্রথম তিনি দেশের গানের মধ্যদিয়ে একটি পারফর্ম করবেন। পরে ফোক গানের মাধ্যমে আরেকটি নৃত্য পরিবেশন করবেন। নাদিয়া বলেন, 'নিঃসন্দেহে এমন একটি বড় পরিসরে বড় আয়োজনে নিজের স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মঞ্চে পারফর্ম করতে পারছি, এটা সত্যিই অনেক আনন্দের ভালোলাগার। আমাকে এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত রেখেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি সবসময়ই বলি আমার কাছে নাচটা সবকিছুর আগে। কারণ আমার প্রথম পরিচয় আমি একজন নৃত্যশিল্পী। সেই হিসেবে নাচের প্রতি আমার আবেগও কাজ করে অনেক বেশি। নাচের জন্য আমি অন্য যেকোনো ধরনের সিডিউল স্থগিত করে নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে আমি গর্বিত বোধ করি। বাংলাদেশ বিমানের ৫০ বছর পূর্তিতে বিমানের সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন। দেশকে নিরাপদে রাখতে তারা দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে, জাতি তাদের জন্য গর্বিত।'