১২ বছর পর চলচ্চিত্রে সালাউদ্দিন লাভলু

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সালাউদ্দিন লাভলু
অভিনয় এবং নিমাের্ণর পাশাপাশি বতর্মানে ডিরেক্টর গিল্ড নিয়েই ব্যস্ত সময় পার করছেন সালাউদ্দিন লাভলু। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ডিরেক্টর গিল্ডের নবনিবাির্চত কমিটির শপথ গ্রহণ। এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লাভলু। এরই মধ্যে বেশ কিছু প্রকল্পও হাতে নিয়েছেন। তবে এত ব্যস্ততার মধ্যেও আবার চলচ্চিত্রে অভিনয়ের খবর জানালেন তিনি। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সাপলুডু’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূণর্ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। গতকাল বৃহস্পতিবার থেকে চলচ্চিত্রটিতে কাজ শুরু করেছেন লাভলু। এর মাধ্যমে দীঘর্ ১২ বছর পর চলচ্চিত্রে অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু। সবের্শষ ২০০৫ সালে নিজের পরিচালনার চলচ্চিত্র ‘মোল্লা বাড়ির বউ’তে মৌসুমী এবং শাবনূরের স্বামীর ভ‚মিকায় দেখা গেছে তাকে। তারপর নাটক পরিচালনা ও অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করব, এরকম ভাবনা ছিল না। হঠাৎ করেই প্রস্তাব এলো। গল্প, চরিত্র ভালো মনে হলো, তা ছাড়া ছবির পরিচালক আমার খুব পছন্দের এবং কাছেরও। তাই রাজি হলাম। চলচ্চিত্রটির গল্প পুরো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। আশা করি ভালোই হবে।’ তবে নিজের চরিত্রটি কেমন- তা নিয়ে আগাম কিছু বলতে আগ্রহ দেখালেন না লাভলু। সাপলুডু চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মিম। এখানে জাহিদ হাসানও অভিনয় করছেন একটি বিশেষ চরিত্রে। উল্লেখ্য, কয়েকদিন আগে মানিকগঞ্জে শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং। পুরো ছবির শুটিংও দেশের বিভিন্ন জায়গায় হবে। লোকেশন সম্পকের্ ধারণা দিতে গিয়ে নিমার্তা জানান, টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় কাজ হবে।