আনিসুল হকের জায়গায় আব্দুন নূর তুষার

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
৩২ বছর পর আবার ‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানের সঞ্চালনা করছেন ডা. আব্দুন নূর তুষার। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নিবার্চনের আগে বিটিভিতে প্রচারিত হয়েছিল ‘সবিনয়ে জানতে চাই’। প্রয়াত মেয়র আনিসুল হকের উপস্থাপনায় রাজনৈতিক দলগুলোর শীষর্স্থানীয় নেতৃবগের্র অংশগ্রহণে সেই সময়ে অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ওই সময় এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন ডা. আব্দুন নূর তুষার। এবার নাগরিক টিভিতে ‘সবিনয়ে জানতে চাই’ নিয়ে আসছেন চ্যানেলটির প্রধান নিবার্হী কমর্কতার্ তুষার। চ্যানেল কতৃর্পক্ষ জানায়, আজ বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটির প্রথম পবর্ প্রচার হবে। এরপর একই বার ও একই সময়ে এটি দেখা যাবে। ‘সবিনয়ে জানতে চাই’ অনুষ্ঠানে একাদশ সংসদ নিবার্চন- ২০১৮ এর নিবার্চনী আসন, প্রাথীর্ ও জনগণের ওপর নিবার্চনী প্রভাব, সাফল্য ও ব্যথর্তা নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী, রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ অনুষ্ঠানে আব্দুন নূর তুষার অতিথিদের কাছে জবাবদিহিমূলক একাধিক প্রশ্ন করবেন এবং আর অতিথিরা সেই প্রশ্নের জবাব দেবেন। চ্যানেলটি আরও জানায়, প্রতি পবের্ দুজন প্রথিতযশা সাংবাদিক/ সমাজকমীর্ অতিথিকে প্রশ্ন করবেন। পাশাপাশি দশর্করাও এতে অংশ নিতে পারবেন।