সাক্ষাৎকার

এক ঘণ্টার নাটকের কাজ নিয়েই ব্যস্ত আছি

ছোটপদার্র অভিনেতা ইরফান সাজ্জাদ। নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয় করেছেন দুটি চলচ্চিত্রেও। অভিনয় ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গেÑ

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ইরফান সাজ্জাদ
লাইট-ক্যামেরা-অ্যাকশন... এক ঘণ্টার নাটকের কাজ নিয়েই ব্যস্ত আছি। সামনে আরও কিছু কাজ আছে। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছি। ‘আঘাত’ নামে একটি ওয়েব সিরিজে শুটিং করছি। এটি পরিচালনা করছেন জায়েদ রেজওয়ান। এতে সহশিল্পী হিসেবে কাজ করছেন বিপাশা কবির, দিপালীসহ ওপার বাংলার অভিনয়শিল্পী রণবীর। ধারাবাহিকে নেই... খÐ নাটকের চাপ বেশি থাকায় ধারাবাহিক নাটকে কাজ করা হয় না। সবের্শষ দেড় বছর আগে ‘সোনার শেকল’ ধারাবাহিকে কাজ করেছিলাম। এরপর আর করা হয়নি। খÐ নাটকেই কাজ করতে একটু সুবিধাও আছে। অনেক সময় নিজের মতো করে সময় করে নেয়া যায়। বিভিন্ন গল্পের নানা চরিত্রে নিজেকে ভাঙা যায়, যাচাই করা যায়। কিন্তু ধারাবাহিকে তা হয় না। একটি ধারাবাহিকের পেছনে লম্বা সময় দেয়া লাগে। একটি গল্পেই আটকে থাকতে হয়। সবচেয়ে বড় কথা আমি খÐ নাটকেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে ধারাবাহিকেও কাজের ইচ্ছে আছে। প্রস্তাবও আসছে কিন্তু করছি না। বড় চ্যানেলের ভালো কোনো ধারাবাহিকের সুযোগ হলে অবশ্যই কাজ করব। তেমনটার জন্যই অপেক্ষা করছি। অভিনয় তো আমার নেশা ও পেশা। তাই খÐ-ধারাবাহিক যেটাই হোক ভালো কাজ করতে চাই। নাটকের অবস্থা... ভালো নাটক হচ্ছে নিয়মিতই। প্রচুর দশর্ক আমাদের নাটকের দিকে চোখ রাখছে। এখন সেটা তারা টিভিতে দেখছে নাকি ইউটিউবে, জানি না। ইউটিউবে দেখলেই বা ক্ষতি কী? ইউটিউবের হিসাব করলে বিষয়টা আরও পরিষ্কার, দশর্ক হুমড়ি খেয়ে নাটক দেখছে। চলচ্চিত্র... সবের্শষ তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়’ চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। এর আগে মুশফিকুর রহমানের ‘মন জানে না মনের ঠিকানা’তেও কাজ করেছি। চলচ্চিত্রের জন্য প্রস্তাব আসে কিন্তু করতে চাই না। কয়েকটি চিত্রনাট্য হাতেও আছে। কিন্তু কাজ করছি না। এখন গল্প ও পরিচালক দেখে মনে রাখার মতো কিছু কাজ করতে চাইছি। যে কাজগুলো সারা বছর আলোচনায় থাকবে। এজন্য নিজেকে আরও একটু গোছাতে চাই।