ওয়েব সিরিজের শুটিং করতে অস্ট্রেলিয়ায় বিপাশা কবীর

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
বিপাশা কবীর
হঠাৎই চিত্রনায়িকারা ঝঁুকে পড়েছেন ওয়েব সিরিজের দিকে। পপি, পরীমণির পর এবার ওয়েব সিরিজে নামলেন আরেক চিত্রনায়িকা বিপাশা কবীর। গতকাল বুধবার থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন বিপাশা কবির। ওয়েব সিরিজের নাম ‘আঘাত’। এটি লিখেছেন ও নিমার্ণ করছেন জায়েদ রেজওয়ান। ওয়েব সিরিজটিতে দেখা যাবে অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি মেয়ে জুলিয়ার বাবা-মা আফগানিস্তানে ত্রাণ বিতরণ করতে গিয়ে মারা যায়। অষ্ট্রেলিয়াতে চাচার কাছে বড় হয় সে। একসময় পরিচয় হয় হাবিবের সঙ্গে। তারসঙ্গে জুলিয়ার একটি সম্পকর্ গড়ে উঠে। এগিয়ে যায় গল্প। জুলিয়া চরিত্রে অভিনয় করছেন বিপাশা কবির এবং হাবিব চরিত্রে বিপাশা কবিরের বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। বিপাশা কবির বলেন, ‘আঘাত আমার প্রথম অভিনীত ওয়েব সিরিজ। আমার চরিত্রটি নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। আমি অনেক ভালো লাগা নিয়ে কাজ করছি। পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে এমন চমৎকার একটি কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য। সত্যি বলতে কী এখন তো ওয়েব সিরিজ দশর্ক খুব দেখছেন। যে কারণে অনেক আগ্রহ নিয়ে এই ওয়েব সিরিজে আমার কাজ করা। এতে আমার সহশিল্পী ইরফান ভাই, তিনি যেমন ভালো একজন অভিনেতা ঠিক তেমনি একজন ভালো মানুষও বটে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ বিপাশা কবির জানান আট কিংবা দশ পবর্ পযর্ন্ত নিমির্ত হবে ‘আঘাত’ নামক ওয়েব সিরিজটি। এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে দেশে ফিরে রাশিদ পলাশের নিদের্শনায় ‘পদ্ম পুরাণ’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন বিপাশা কবির। এই চলচ্চিত্রে তিনি চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি। এছাড়াও সাইমন তারিকের নিদের্শনায় ‘রোড নাম্বার সেভেন’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন শিগগিরই। বিপাশা কবির অভিনীত মুক্তিপ্রাপ্ত সবের্শষ চলচ্চিত্র ‘পাষাণ’। এতে তার বিপরীতে ছিলেন কলকাতার ওম। একজন নায়িকা হিসেবে বিপাশা কবিরের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিলো সায়মন তারিকের ‘গুÐামি’। এরপর তাকে নায়িকা হিসেবে আরো দেখা গেছে শাহেদ চৌধুরীর ‘আড়াল’, সোহেল বাবু’র ‘বাজে ছেলে দ্য লোফার’ এবং সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রে। মিডিয়াতে বিপাশা কবিরের যাত্রা শুরু একজন লাক্স তারকা হিসেবে ২০০৯ সালে। বিপাশাকে টিভি নাটকে সবের্শষ দেখা যায় ‘প্যাভিলিয়ন’ নাটকে। এরপর টিভি নাটকে তাকে আর দেখা যায়নি। নাটকের পর এবারই প্রথম তাকে ওয়েব সিরিজে দেখা যাবে।