অধর্শত হলে ‘আসমানী’

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
চলচ্চিত্র নিমার্তা এম শাখাওয়াত নিমার্ণ করেছেন ‘আসমানী’ সিনেমা। এতে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা সুস্মি। সিনেমাটির নাম-ভ‚মিকায় অভিনয় করেছেন তিনি। আজ শুক্রবার ৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নিমার্তা শাখাওয়াত। এ নিয়ে এম শাখাওয়াত বলেন, ‘আসমানী সিনেমার কাজ অনেক আগেই শেষ করেছি। এর মধ্যে কয়েকটি মুক্তির তারিখ ঠিক করেছিলাম কিন্তু নানা জটিলতায় তখন মুক্তি দিতে পারিনি। শুক্রবার সারা দেশে সিনেমাটি মুক্তির দিন চ‚ড়ান্ত করেছি। মোট ৫০টি হল বুকিং করা হয়েছে। হল সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইল। আশা করছি, সবার ভালো লাগবে।’ ‘আসমানী’ সিনেমার গল্পে দেখা যাবেÑ সুস্মি ও বাপ্পি একসঙ্গে বেড়ে উঠেন। সময়ের সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পকর্ গড়ে উঠে। বাপ্পি মনের অজান্তে সুস্মিকে ভালোবেসে ফেলে। একসময় সুস্মি চলে আসে ঢাকায়। বাপ্পি তাকে খুঁজতে ঢাকায় এলেও তাকে খুঁজে পায় না। একসময় বাপ্পি জানতে পারে সুস্মি রসুলপুর গ্রামে গিয়েছে। এরপর বাপ্পি সেখানে ছুটে যায়। এভাবেই এগিয়েছে সিনেমাটির কাহিনী।’