সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
কাওসার আহমেদ চৌধুরী গুরুতর অসুস্থ বিনোদন রিপোটর্ ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’Ñ এমন অনেক কালজয়ী গানের গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর আনোয়ার খান মডানর্ হাসপাতালে ভতির্ করা হয়েছে। গত ২৭ অক্টোবর অবস্থা খুব খারাপ হলে হাসপাতালটিতে তাকে নেয়া হয়। গতকাল পযর্ন্ত এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়েছিল। জানা যায়, তার দুটি কিডনি অকেজো। পাশাপাশি ফুসফুসে পানি জমায় অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। কাওসার আহমেদ চৌধুরীর ভাগ্নি সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, ‘গতকাল আমরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই ফুসফুসের পানি কমতে শুরু করে। মিরাকলই বলা যায়। আর তিনি তো অত্যন্ত আত্মবিশ্বাসী মানুষ। একটু সুস্থ হওয়ার পরই এখন কথাবাতার্ চালিয়ে যাচ্ছেন।’ ফাহমিদা নবী আরও বলেন, ‘খালুর দুটি কিডনিই অকেজো। এরমধ্যে ফুসফুসে পানি আসায় অবস্থা জটিল হয়ে দঁাড়ায়। তবে গতকাল কেবিনে আসার পর কথা বলেছেন। এমনকি গানও শুনতে চান তিনি!’ ‘শাহেনশাহ’ দিয়ে রোদেলার অভিষেক বিনোদন রিপোটর্ ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়িকা রোদেলার। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে অভিনয়Ñ এ নিয়ে বেশ উচ্ছ¡াস প্রকাশ করে রোদেলা বলেন, ‘প্রথম ছবিতে এমন চরিত্র বা এত বড় একজন নায়কের সঙ্গ পেয়ে অভিষেক হওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমি প্রতিদিনই প্রতিটি সময় শুটিংয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করছি।’ জানা গেছে, ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ ছবির শুটিং। প্রথম লট শেষে দ্বিতীয় লটের কাজ চলছে পূবাইলে জান্নাত শুটিং বাড়িতে। ছবির ক্যামেরা চালু হয়েছে রোদেলাকে দিয়ে। নায়িকা হিসেবে এটাই জীবনে প্রথম ক্যামেরার সামানে দঁাড়ানো রোদেলার। অনুভূতি প্রকাশ করে রোদেলা বলেন, আমি ভীষণ নাভার্স ছিলাম। প্রথমবার কারিগরি সমস্যা হয়েছিল তবে দ্বিতীয়বারেই ওকে হয়েছিল। পরিচালক, নায়ক, ক্যামেরাম্যান সবাই আমাকে অনেক বেশি সাপোটর্ করছে। খুব ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে। শাহেনশাহ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাকিব খান, রোদেলা জান্নাত ছাড়াও অভিনয় করছেন নুসরাত ফারিয়া, মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ। নিমার্তা শামীম আহমেদ রনি বলেন, ‘শাহেনশাহ’ হবে একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দশের্কর কাছে হয়ে উঠবেন ঢালিউডের শাহেনশাহ। তবে নাম ছাড়া দুই শাহেনশাহের মধ্যে কোনো মিল থাকবে না। মোস্তফা কামাল রাজের নতুন উদ্যোগ বিনোদন রিপোটর্ অনলাইনের জন্য পঁাচটি নাটক নিমার্ণ করবেন পঁাচ পরিচালক। আর এই গুচ্ছ নাটকের তত্ত¡াবধান করবেন ছোটপদার্র নিমার্তা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকগুলো প্রচার হবে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’-এর ইউটিউব চ্যানেলে। নাটকগুলো প্রযোজনাও করবে ‘সিনেমাওয়ালা’ এবং সহপ্রযোজক হিসেবে আছে এসজে মাল্টিমিডিয়া। পঁাচটি নাটক যারা পরিচালনা করবেন তারা হলেন মাবরুর রশিদ বান্নাহ, কাজল আরেফিন অমি, সহীদ উন নবী, এবি রোকন ও ওয়াসিম সিতার। চলতি মাসেই শুটিং হবে নাটকগুলোর। আর এ মাসেই ইউটিউবে প্রচার করা হবে নাটকগুলো। এ প্রসঙ্গে রাজ বলেন, ‘পরিচালকদের জন্য একটা প্ল্যাটফমর্ করতে চাই। এখানে পুরনো, নতুন সবাই নাটক বানাবেন। এমনকি একদম নবীন পরিচালক বা কারো সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, তারাও কাজ করার সুযোগ পাবেন।’ প্রতি মাসেই নতুন পঁাচটি করে নাটক প্রচার হবে সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে। নতুন নতুন গল্প, নতুন পরিচালকরা কাজ করবেন তাদের গল্প নিয়ে।