শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও এক আন্তর্জাতিক অর্জন জয়ার

বিনোদন রিপোর্ট
  ১৬ অক্টোবর ২০২১, ০০:০০
জয়া আহসান

দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বেও সৌন্দর্য আর অভিনয়ের দু্যতি ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশি তারকা জয়া আহসান। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের চেয়ে কলকাতার চলচ্চিত্র নিয়েই বেশি ব্যস্ত তিনি। বলিউডেও অভিষেক ঘটেছে তার। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার অর্জন করেছেন এ মডেল-অভিনেত্রী। চলতি বছরের শুরুটা হয়েছিল জয়ার সেরা অর্জন দিয়ে। ওটিটি পস্ন্যাটফর্ম হইচইয়ের 'বেস্ট পারফরম্যান্স অব দ্য ইয়ার' সম্মাননা পেয়েছিলেন জানুয়ারিতে। সাফল্যের ধারাবাহিকতায় বছরের শেষ প্রান্তে এসেও তিনি ফের সেরা হওয়ার যোগ্যতার প্রমাণ দিলেন। এবার মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটাগরিতে অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন তিনি। জয়া আহসান নিজেই তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পুরস্কার পাওয়ার কথা জানান। জয়া তার পোস্টে লিখেছেন, মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটাগরিতে অভিনয়ে সেরার পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল। পুরস্কারটি এসেছিল বাংলাদেশে। ভারত উপমহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এটাই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল। এই অভিনেত্রীর ভাষ্যে, আমার আনন্দ এটুকুই যে পুরস্কারটা এসেছিল 'রবিবার' চলচ্চিত্রে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মোমেন্টা হাতে এলো। অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি জয়া, এ চলচ্চিত্রের পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনেতা-অভিনেত্রী আর কলাকুশলীদের আকাশ সমান ভালোবাসা। 'রবিবার' চলচ্চিত্রে প্রধান চরিত্রে জয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন জয়া-প্রসেনজিৎ। আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় একটি পুরস্কার পেয়ে ভীষণ আনন্দিত জয়া আহসান। বৃহস্পতিবার হাতে পেয়েছেন পুরস্কারটি।

ওপার বাংলার অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জয়া। ভারতে ফিল্ম ফেয়ারের মতো পুরস্কারও নিজের করে নিয়েছেন।

'বেস্ট পারফরম্যান্স অব দ্য ইয়ার' ছাড়াও জয়াকে ভিন্ন রকম এক সম্মাননা দিয়েছে হইচই। গত বছর জয়ার জন্মদিনে যা সবার নজরে আসে। ওইদিন হইচই তাদের পস্ন্যাটফর্মে 'শেডস অব জয়া আহসান' নামে আলাদা একটা প্যানেল করেছিল, যা এখনো শোভা পাচ্ছে। জয়া আহসান অভিনীত ছবিগুলো ওখানে আলাদাভাবে সাজানো আছে, সিনেমাপ্রেমীরা চাইলেই একনজরে জয়া অভিনীত ছবিগুলো দেখে নিতে পারেন সেখান থেকে। পুরস্কার ও সম্মাননা নিয়ে জয়া বলেন, 'যেকোনো অর্জন যেমন আনন্দের, তেমনি দায়িত্বও বেড়ে যায়। একজন মানুষ যখন নিজেকে নিজে ছাড়িয়ে যায়, তখন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। অনেক বড় একটা দায়িত্ব আর দায় চলে আসে আগের চেয়ে ভালো কিছু করার, ভালো কিছু অর্জন করার।' এদিকে, নতুন চলচ্চিত্র 'ওসিডির' ডাবিং শেষ করে পূজার ছুটিতে কলকাতায় আছেন জয়া আহসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে