নাটক নিয়ে মোশাররফ করিমের আক্ষেপ

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মোশাররফ করিম
‘প্রচুর কাজ করে টাকা রোজগার ঠিকই করছি, কিন্তু গুণগত কাজ খুব একটা হচ্ছে না। টাকা রোজগারটা যদি ভালো প্রক্রিয়ার ভেতর দিয়ে করা যায় তাহলেই মানসিক তৃপ্তিটাও আসবে। আর গুণগত মান তখনই পরিবতর্ন হবে যখন নাটক নিমাের্ণ বাজেট বাড়বে। নাটকের সঙ্গে জড়িত প্রত্যেককে তাদের যথাযথ সম্মানি দিলে কাজের মানের পরিবতর্ন হবে বলেও বিশ্বাস করি।’ দেশীয় নাটক এবং নিজের অবস্থান নিয়ে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা মোশাররফ করিম। দেশে টিভি নাটকের ঐতিহ্য এখন কি শুধুই অতীতÑ মূলত এমন প্রশ্নকে বিষয়বস্তু করে শুক্রবার বিকালে ‘অভিনয় শিল্পী সংঘ’ আয়োজন করে ‘পেশাদারিত্বের সংকটে দেশের টেলিভিশন নাটক ও অভিনয় শিল্প’ নামের একটি মুক্ত আলোচনা অনুষ্ঠান। যেখানে নিজের আলোচনায় পেশাদারিত্ব মনোভাব ও ছোট পদার্য় কাজের মান নিয়ে নিজের ব্যক্তিগত মত প্রকাাশ করেন মোশাররফ করিম। মোশাররফ করিম আরও বলেন, বতর্মানে দেশের টিভি নাটকের পটভ‚মিত ছোট হয়ে আসছে, গল্পের চরিত্র কমে যাচ্ছে। শত শত অভিনয় শিল্পী কমর্হীন হয়ে পড়ছে এবং দশর্কপ্রিয়তা হারাচ্ছে টিভি নাটক। এর উত্তরণের উপায় খুঁজতে হবে আমাদেরই। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অভিনয় শিল্প সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, ড. ইনামুল হক, চঞ্চল চৌধুরীসহ নাট্যাঙ্গনের অনেকে।