সুস্মির সিনেমাযাত্রা

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
একজন অভিনয়শিল্পীর জন্য বড় স্বপ্নের জগৎ হচ্ছে চলচ্চিত্র। মিডিয়ায় পা ফেলে অনেকে কাজের সুযোগ কিংবা নিজেকে উপযুক্ত প্রমাণ করতে না পারায় সহজেই পৌঁছাতে পারেন না বিনোদনের সবচেয়ে বড় এই মাধ্যমে। কিন্তু ভাগণ্য সুপ্রসন্ন হয়ে দেখা দিয়েছে সুস্মি রহমানের বেলায়। গত শুক্রবার মুক্তি পেয়েছে সাখাওয়াত হোসেন পরিচালিত ‘আসমানী’। এতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও নবাগত নায়িকা সুস্মি রহমান। চলচ্চিত্রের নাজুক পরিবেশেও এ চলচ্চিত্রটি অধর্শত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঢাকার মধ্যে অভিসার, জোনাকী, চিত্রমহল, আনন্দ, সেনা, মতিমহল, পূরবী, পুনম ও নিউ গুলশানে চলছে ‘আসমানী’। নবাগত নায়িকা সুস্মি বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। ‘আসমানী’ দিয়েই চলচ্চিত্রে আমার পথচলা শুরু হলো। চলচ্চিত্রের গল্পে কখনো গ্রামের সাধারণ মেয়ে, কখনো বয়স্কা মহিলা, কখনো আবার পতিতা। আমার চরিত্রে অনেক শেড রয়েছে। অভিনয় করার সুযোগ পেয়েছি। কাজটি করার সময় অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। এক কথায় অসাধারণ। দশর্করা আসমানীকে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। ইতোমধ্যে চলচ্চিত্রটি প্রায় অধর্শত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে আমি সত্যিই উচ্ছ¡সিত।