বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন চলচ্চিত্রে ববি

বিনোদন রিপোর্ট
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

অনেকের মতো বেশি কাজ না করলেও অল্প কাজে সাড়া জাগিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১৯ সালে 'নোলক' ও 'বেপরোয়া' ছবি দুটি মুক্তির পর তাকে আর দেখা যায়নি নতুন চলচ্চিত্রে। বাংলাদেশের প্রথম সুপারহিরো 'বিজলি' চলচ্চিত্রের এই প্রযোজক ও নায়িকা ফিরছেন নতুন চমক নিয়ে।

দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ 'ময়ূরপঙ্খী' ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রম্নয়ারিতে। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। আর এমন কান্ডের নেপথ্য কারণও কারো অজানা নয়। এ ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে 'ময়ূরপঙ্খী' শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন রাশিদ পলাশ। সিনেমাটি প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রযোজনা প্রতিষ্ঠান 'আজ ইন্টারন্যাশনাল লিমিটেড'। গত সপ্তাহে সিনেমাটির জন্য চুক্তি সেরেছেন নির্মাতা। আর এই সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নতুন এ সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন এ নায়িকা। ববি বলেন, 'করোনার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলাম। তবে সম্প্রতি লাইট-ক্যামেরায় ফিরেছি। নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করেছি। এখন 'ময়ূরপঙ্খী'তে কাজ করার কথা রয়েছে। আশা করি শিগগিরই এর শুটিংয়ে যাব। দর্শকরা আমাকে এখানে নতুন রূপে দেখতে পাবেন।' 'ময়ূরপঙ্খী' ছাড়াও একাধিক চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে ববির হাতে। তিনি আরও বলেন, আরও কয়েকটি চলচ্চিত্র প্রায় চূড়ান্ত হয়ে আছে। সেগুলো নিয়ে কাজ করছি। চিত্রনাট্য নিয়ে স্টাডি করে রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে