আজ থেকে শুরু হচ্ছে কালবেলার শুটিং

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
খুলনার কাজ শেষ করে আজ থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ চলচ্চিত্রের কাজ। পরিচালক সূত্রে জানা যায়, এখানে প্রায় ২০ দিন শুটিং হবে। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কতৃর্ক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবতীর্ কথ্যকাহিনী’ বই থেকে ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অন্যায়, অত্যাচার ও নিযার্তনের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। তার মধ্যে একজন নারী সানজিদা। সানজিদার ওপর করা মানসিক ও সামাজিক নিযার্তনের গল্পই এ চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে বলে জানান নিমার্তা সাইদুল আনাম টুটুল। চলচ্চিত্রটিতে প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রের শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। চলচ্চিত্রটি নিমির্ত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে। শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে আরও অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জজর্, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশু শিল্পী সিয়াম ও মোরসালিনসহ আরও অনেকে।