তিউনিসিয়া চলচ্চিত্র উৎসবে ‘হালদা’

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ভারতের পর এবার তিউনিসিয়ায় আমন্ত্রণ পেল তৌকীর আহমেদের সবের্শষ নিমির্ত চলচ্চিত্র ‘হালদা’। তিউনিসিয়ার চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘হালদা’। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে অংশ নিতে এই নিমার্তা এখন দেশটিতে অবস্থান করছেন। এতে ‘এশিয়ান চলচ্চিত্র’ ক্যাটাগরিতে এটি প্রদশির্ত হবে। উৎসবটি শেষ হবে আগামী ১০ নভেম্বর। এর আগে গত বছর একই পরিচালকের ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি একই উৎসবে প্রদশির্ত হয়েছিল। এর আগে গত ৩০ অক্টোবর ভারতের আসাম প্রদেশের দ্বিতীয় গোহাটি আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ছবিটি। সেখানে উপস্থিত ছিলেন তৌকীর নিজে। প্রদশর্নী শেষে অনুষ্ঠান সংশ্লিষ্টরা ভ‚য়সী প্রশংসা করেন ছবিটির। এতে তৌকীর আহমেদকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন উৎসব পরিচালক মনীতা বোরগাইন। ‘হালদা’ চলচ্চিত্রে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। অন্যান্য চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, রুনা খান, মোমেনা চৌধুরী, শাহেদ আলী সুজন প্রমুখ। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবতির্ত হয়েছে ছবিটিতে। এতে নদী ও নারীর গল্প অনবদ্য নিমাের্ণর মাধ্যমে তুলে ধরেছেন তৌকীর আহমেদ। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ছবিটি এর আগে আরও ৫টি খ্যাতনামা উৎসবে প্রদশির্ত হয়েছে।