শাহনূরকে নিয়ে ‘মাদার অব হিউমিনিটি’

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাদার অব হিউমিনিটি’ খেতাবে ভূষিত হন। ‘বঙ্গবন্ধু ফাউÐেশন’র প্রযোজনায় ‘মাদার অব হিউমনিটি’কে নিয়ে একটি মিউজিক ভিডিও নিমাের্ণর কাজ শেষ হয়েছে। এই মিউজিক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান সাফল্যের কথা, তার কঠোর দৃঢ়তার কথা, নানান উন্নয়নের কথা গানে গানে তুলে ধরা হবে। আর সেসব কথাই গানে গানে চিত্রনায়িকা শাহনূরের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ‘মাদার অব হিউমিনিটি’ মিউজিক ভিডিওটির নিমার্তা রফিকুল ইসলাম বুলবুল। গানের কথা হচ্ছে ‘বেঁচে থাকার মানে শুধু নিঃশ্বাস নেয়া নয়, পায়ের তলায় শক্ত মাটি, চাই নিরাপদ আশ্রয়, খুন ধষর্ণ আগুনের লেলিহানে, গণহত্যায় উচ্ছেদ ভিটেমাটি, ঐ বিপন্ন রোহিঙ্গাদের কাছে বঁাচা মানে শেখ হাসিনা-মাদার অব হিউমিনিটি’। মিউজিক ভিডিওটির নিমাের্ণর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ঢাকা এবং ঢাকার আশপাশে মিউজিক ভিডিওটির গল্পের প্রয়োজেন যেসব লোকেশনে যাবার প্রয়োজন, পরিচালক গিয়েছেন। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ উচ্ছ¡সিত চিত্রনায়িকা শাহনূর। শাহনূর বলেন, ‘প্রধানমন্ত্রী মাদার অব হিউমিনিটি, এটি বহুবার প্রমাণিত হয়েছে। তিনি আমাদের দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। গানের মধ্যে গানে গানে তার সাফল্য আমি তুলে ধরব। রফিকুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছে কৃতজ্ঞ তিনি আমাকে এমন একটি মহান কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার অভিনয় জীবনের অন্যতম একটি কাজ হতে যাচ্ছে এটি। আমি সত্যিই ভীষণ উচ্ছ¡সিত কাজটি নিয়ে।